রাঙ্গুনিয়ায় গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা
রাঙ্গুনিয়া প্রতিনিধিঃ রাঙ্গুনিয়া উপজেলায় গলায় ফাঁস দিয়ে নুর আয়েশা বেগম (২৬) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। মঙ্গলবার (৭ জানুয়ারি) দুপুর দেড় টার দিয়ে উপজেলার লালানগর আলমশাহপাড়া কামিল মাদ্রাসার পূর্বপাড় থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মৃত নুর আয়েশা বেগম উপজেলার ৬নং ওয়ার্ড আলমশাহপাড়া এলাকার প্রবাসী আবুল কালামের স্ত্রী। তার বাপের বাড়ি একই উপজেলার ইসলামপুর ইউনিয়নে।
জানা যায়, ৭-৮ বছর আগে তাদের বিয়ে হয়। বর্তমানে তার স্বামী প্রবাসে আছেন। মৃত নুর আয়েশা বেগম বেশির ভাগ সময় বাপের বাড়িতে থাকতেন। কয়েকদিন আগে স্বামীর বাড়িতে এসেছেন বলে জানায় প্রতিবেশীরা। মঙ্গলবার দুপুরে তার ননদ নুর আয়েশার খোঁজ নিতে এলে রুমের ফ্যানের সাথে ফাঁস লাগানো অবস্থায় তার ঝুলন্ত মরদেহ দেখতে পায়।
খবর পেয়ে মরদেহ থানায় নিয়ে আসা হয়েছে বলে জানান রাঙ্গুনিয়া থানার ওসি সাব্বির মোহাম্মদ সেলিম।