উপহারের চাদর গায়ে জড়িয়ে উষ্ণতা পেলেন তারা
ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি : বেশকিছুদিন ধরে ঘন কুয়াশা আর হিমেল বাতাসে হাড় কাঁপানো শীতে উত্তরের জেলা দিনাজপুরে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। এতে করে বেশিরভাগ প্রবীণ ও নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষের জীবন যাপন দুর্বিষহ পড়েছে হয়ে । তাদের কষ্টের কথা ভেবে ঢাকা থেকে ছুটে এসে নিজ উদ্যোগে শীতার্ত এসব নারী পুরুষদের মাঝে শীতের উপহার স্বরূপ চাদর দিয়েছেন ফুলবাড়ী উপজেলার কৃতিসন্তান বিশিষ্ট্র ব্যবসায়ী ও সমাজ সেবক এ কে এম মাহবুব আলম হীরা ও তার সহধর্মিনী সমাজসেবী উম্মে সালমা বর্ষা। চাদর পেয়ে খুশি হয়েছেন শীতার্ত মানুষ গুলো।
গত রোববার থেকে গতকাল মঙ্গলবার পর্যন্ত তিন দিন ব্যাপী ফুলবাড়ী পৌর শহরসহ উপজেলার সীমান্তবর্তী এলাকায় পাড়া মহল্লায় এবং খয়েরবাড়ি বালুপাড়া আশ্রয়ন প্রকল্পে বিশেষ চাহিদা সম্পন্ন ব্যাক্তী, ছিন্নমূল মানুষ,আদিবাসীসহ প্রবীণ ব্যাক্তিদের মাঝে গোপনে উপহার স্বরূপ ৫ শতাধিক চাদর বিতরণ করেছেন ওই দম্পতি।
বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মাহবুব আলম শীতার্ত ও প্রবীনদের ভালবাসায় সিক্ত হয়ে তার অনুভূতি ব্যক্ত করে বলেন, তীব্র শীতে কাঁপছে উত্তরের মানুষ, তাদের কষ্টের কথা ভেবে আমি এবং আমার সহধর্মিনী ঢাকা থেকে এসে এলাকার অবহেলিত, প্রবীন ব্যাক্তীদের মাঝে শীতের উপহার পৌঁছে দিতে পেরে নিজেকে ধন্য মনে করছি। এটি আমাদের এলাকার মানুষের জন্য সামান্ন প্রয়াস।
তিনি বলেন, আমরা আবাসনের ছোট্ট ঘরে বিশেষ চাহিদা সম্পন্ন ও শয্যাশায়ী অতি প্রবীন ব্যাক্তীদের অসহায়ত্ব এবং কান্না দেখেছি। তাদের কাছে গিয়ে গায়ে চাদর জড়িয়ে দেয়ার পর তাদের মলিন মুখে যে হাসি দেখেছি এর থেকে বড় প্রাপ্তি আর কি হতে পারে। আমি কোন সার্থ নিয়ে মানুষের সেবা করিনা, ভোটে দাড়ানোর ইচ্ছেও আমার নেই, শুধুমাত্র ভালোবেসে তাদের এসব চাদর উপহার দিয়েছি। তিনি সমাজের প্রতিটি বিত্তবানদের এসব অবহেলিত মানুষের পাশে দাড়ানোর আহব্বান জানান।