ঢাকা | জানুয়ারী ৮, ২০২৫ - ৬:৪৩ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

ময়মনসিংহে ১৩ ইটভাটাকে ৭৮ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Tuesday, January 7, 2025 - 12:45 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 35 বার

মোঃ আরিফ রববানী ময়মনসিংহ জেলা প্রতিনিধি : ময়মনসিংহে অবৈধ ইটভাটায় অভিযান চালিয়ে
১৩ ইটভাটাকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (৬জানুয়ারী) দিনব্যাপী পরিবেশ অধিদপ্তর ময়মনসিংহ জেলা কার্যালয় এর উদ্যোগে ময়মনসিংহ সিটি কর্পোরেশন ও সদর উপজেলার মধ্যবাড়েরার পাড় ও উজান বাড়েরা ময়মনসিংহ সিটি কর্পোরেশনের গন্দ্রপা বাইপাস,আকুয়া মোড়ল পাড়াসহ বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালিত হয়।

এসময় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) এর ১৫(১) ও ১৮(২) ধারা লংঘন করায় একটি ইটভাটাকে সম্পূর্ণ ভেঙে দেয়া হয়েছে। ৪ টি ইটভাটাকে আংশিক ভাঙ্গা হয়েছে এবং আরও ৮ টি ইটভাটাসহ মোট ১৩ টি ইটভাটাকে ৭৮ লক্ষ,মেসার্স এইচ এম বি ব্রিকস ভাটাটি সম্পূর্ণ ভেঙ্গে দেয়া হয় এবং ৬ লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়।

অপরদিকে আংশিক ভেঙ্গে দেওয়া ও জরিমানা আদায় করে বন্ধের নির্দেশ দেওয়া চারটি ইট ভাটা হল, ময়মনসিংহ সিটি কর্পোরেশন আকুয়া মোড়ল পাড়া এলাকার মেসার্স জামান ব্রিকস, মধ্যবাড়েরা পাড় মেসার্স রতন ব্রিকস -১, কান্দাপাড়া রতন ব্রিকস -২ এবং বাড়েরা পাড় মেসার্স সুরুজ ব্রিকস।

সেই সাথে জরিমানা আদায় করে বন্ধের নির্দেশ দেওয়া আটটি ইটভাটা হলো, মধ্যবাড়েরা মেসার্স শাপলা ব্রিকস, মেসার্স জনতা ব্রিকস, উজাড় ঘাগড়া মেসার্স মামুন সুপার ব্রিকস, বাড়েরা পাড় মেসার্স সাইফুল ব্রিকস, মেসার্স এশিয়া ব্রিকস, উজান বাড়েরা পাড় মেসার্স সেবা এ বারি ব্রিকস,বাড়েরা পাড় মেসার্স সুমন ব্রিকস, দাপুনিয়ায় মেসার্স রতন ব্রিকস -৩।

পরিবেশ অধিদপ্তর সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব আব্দুল্লাহ আল মামুন অভিযানে নেতৃত্ব প্রদান করেন এবং পরিবেশ অধিদপ্তর, ময়মনসিংহ জেলা কার্যালয়ের পরিদর্শক জনাব মাহবুবুল ইসলাম ও মো: রুকন মিয়া প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন। ময়মনসিংহ জেলা পুলিশ, ফায়ার সার্ভিস এর একদল সদস্য অভিযান পরিচালনায় সহযোগিতা করেন। তিনি জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।