ঢাকা | ডিসেম্বর ২৪, ২০২৪ - ৯:১৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

মির্জাপুরে নবনির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের গণসংবর্ধনা 

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Monday, July 8, 2024 - 8:48 am
  • News Editor
  • পঠিত হয়েছে: 31 বার

মোঃ রুবেল মিয়া, স্টাফ রিপোর্টারঃ টাঙ্গাইলের মির্জাপুরে নবনির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের গণসংবর্ধনা দেওয়া হয়েছে।

রবিবার (০৭ জুলাই) বিকাল ৫ ঘটিকায় শেখ রাসেল মিনি স্টেডিয়ামে এই সংবর্ধনার আয়োজন করা হয়। বিকাল থেকেই মির্জাপুর পৌরসভাসহ ও ১৪ টি ইউনিয়ন থেকে বিভিন্ন নেতাকর্মীরা দলে দলে মিছিলে স্লোগানে মূখরিত করে মাঠ প্রাঙ্গণ।

মির্জাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি  মীর শরীফ মাহমুদের সভাপতিত্বে গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি বীর মক্তিযুদ্ধা এড. মোঃ জোয়াহেরুল ইসলাম জোয়াহের ও সাংগঠনিক সম্পাদক সাইফুজ্জামান সোহেল,  মির্জাপুর পৌরসভার মেয়র সালমা আক্তার, ভাইস চেয়ারম্যান আজহারুল ইসলাম, জেলা আওয়ামী লীগের কার্যকরী সদস্য ড. মেজর(অব) খন্দকার এ হাফিজ ও কার্যকরী সদস্য রাফিউর রহমান ইউসুফ জাই সানি।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা যুবলীগের আহবায়ক শামীম আল মামুন ও যুগ্মআহবায়ক আবিদ হোসেন শান্ত, বি.আর.ডিবির সভাপতি জহিরুল হক জহির, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক সাবেক ভিপি আবু সাঈদ মিয়া,  পৌর আওয়ামী লীগের সভাপতি হারুন অর রশীদ ও সাধারণ সম্পাদক আলম মিয়া সহ সকল নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

গণ সংবর্ধনা অনুষ্ঠান শেষে রাতে উপজেলা বাসীর জন্য কনসার্টের আয়োজন করেন ব্যারিষ্টার তাহরীম হোসেন  সীমান্ত।  এতে গান পরিবেশন করেন দেশের জনপ্রিয়  কণ্ঠশিল্পী সালমা আক্তার ও প্রতীক হাসান।