ঢাকা | ডিসেম্বর ২৪, ২০২৪ - ১:৫৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

নওগাঁয় বিল থেকে কাউন্সিলরের লাশ উদ্ধার

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Monday, July 15, 2024 - 4:12 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 25 বার
নওগাঁ প্রতিনিধি: নওগাঁর পত্নীতলায় বুড়িদহ নামক বিলের পানি থেকে নজিপুর পৌরসভার ৯নং ওয়ার্ড কাউন্সিলর মিজানুর রহমান মন্ডল মিতুর (৪৫) লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। তিনি নির্বাচিত ওয়ার্ড কাউন্সিলর এবং ছোট চাঁদপুর গ্রামের আফসার আলী মন্ডলের ছেলে। আজ রোববার সকাল ১১টার দিকে নিজ বাড়ি থেকে কয়েক কিলোমিটার দুরে পাটিচরা ইউনিয়নের ছালিগ্রাম গ্রামের বুড়িদহ বিল হতে তার ভাসমান লাশ উদ্ধার  করা হয়।
নিহত ওয়ার্ড কাউন্সিলর মিজানুর রহমান মিতুর পরিবারের সদস্য ও পত্নীতলা থানা পুলিশ সূত্রে জানা গেছে, রোববার সকালে স্থানীয় লোকজন বিলের মধ্যে লাশ ভাসতে দেখে থানায় সংবাদ দেয়।সংবাদ পেয়ে থানা পুলিশ সকাল ১০টার দিকে ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় লোকজনের সহায়তায় কাউন্সিলর মিজানুর রহমানের লাশ উদ্ধার করে ময়নানতদন্তের জন্য প্রেরণ করেন। আগে নিহতের পরিবার থানায় সাধারণ ডায়েরি করেছিলেন।
নজিপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান কাজী আফজাল হোসেন লাটিম জানান, নিহত মিতুর শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। নাক মুখ দিয়ে রক্ত বের হচ্ছিল। সঙ্গত কারণেই এটা স্বাভাবিক কোন মৃত্যু হতে পারেনা।
নিহতের স্বজনদের বরাত দিয়ে পত্নীতলা থানার অফিসার ইনচার্জ মোজাফফর হোসেন বলেন, মিজানুর রহমান মিতু গত শুক্রবার দিবাগত রাতে নিজ বাসাতেই ছিলেন। ’শনিবার সকাল ১০টার দিকে তিনি বাড়ি থেকে বেরিয়ে যান। এরপর তিনি আর বাড়িতে ফিরেননি। তিনি আরও বলেন, কাউন্সিলর মিজানুর রহমান মিতু মাদকাসক্ত ছিলেন। মাদকাসক্ত হওয়ার কারণে তাঁর স্ত্রী-সন্তানেরা কেউ তার সাথে থাকেন না,
সন্তানদের নিয়ে স্ত্রী বাবার বাড়িতে বসবাস করে আসছেন। ধারণা করা হচ্ছে, মাদকাসক্ত অবস্থায় বিলের পানিতে পড়ে গিয়ে তাঁর মৃত্যু হয়ে থাকতে পারে। তবে ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এটি হত্যাকান্ড নাকি দুর্ঘটনাজনিত মৃত্যু তা খুঁজে বের করতে তদন্ত চলছে।#