ঢাকা | ডিসেম্বর ৩০, ২০২৪ - ১:৪৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

জয়পুরহাটে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Saturday, August 3, 2024 - 6:52 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 22 বার

সুলতান মাহমুদ, জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ কোটা সংস্কার আন্দোলনের সময় সারাদেশে শিক্ষার্থীদের ওপর হামলা, গুলি, হত্যার বিচারসহ ৯ দফা দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পূর্ব ঘোষিত কর্মসূচি বাস্তবায়নে জয়পুরহাটে  গণমিছিল ও সমাবেশ  করেছে  শিক্ষার্থীরা।

শুক্রবার  (২ আগষ্ট ) বিকেলে শহরের নতুনহাট এলাকা থেকে  মিছিল শুরু হয়ে শহরের প্রধান সড়ক  বাটারমোড়ে  সামনের জয়পুরহাট-বগুড়া সড়ক অবরোধ করে। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন শিক্ষার্থীরা।

এসময় স্লোগানে স্লোগানে উত্তাল হয়ে ওঠে চারপাশ। স্লোগানগুলোর মধ্যে ছিল, ‘তোমার কোটা তুমি নাও, আমার ভাইকে ফিরিয়ে দাও’, ‘আমার ভাই মরল কেন, প্রশাসন জবাব চাই,

শিক্ষার্থীরা বলেন, কোটা সংস্কারের দাবিতে শান্তিপূর্ণভাবে আন্দোলন করছিলেন তারা। কিন্তু সেখানে কোনো প্রকার উসকানি ছাড়াই ছাত্রলীগ হামলা চালায়। পরে পুলিশ তাদের আন্দোলন দমানোর জন্য গুলি চালিয়ে নির্বিচার অসংখ্য সাধারণ শিক্ষার্থী ও সাধারণ মানুষকে হত্যা করে। হত্যার পর বাড়ি বাড়ি তল্লাশি চালিয়ে সাধারণ শিক্ষার্থীদের গ্রেফতার করা হচ্ছে। তারা যেকোনো মূল্যে এ ধরনের অন্যায় বন্ধের দাবি জানান।