বিএনপি নেতা আমান উল্লাহ আমান সহ একাধিক নেতার কারাগার থেকে মুক্তি
কেরানীগঞ্জ ঢাকা প্রতিনিধিঃ শেখ হাসিনা সরকার পতনের পরদিনই বিরোধী দলীয় নেতাদের মুক্তির হিড়িক পড়েছে। কোটা বৈষম্য বিরোধী আন্দোলনসহ বিভিন্ন সময় গ্রেফতার নেতারা জামিনে মুক্তির খবর পেয়ে শুভেচ্ছে জানাতে সকাল থেকেই লোকে লোকারণ্য ছিলো কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার ফটক। এসকয় কেন্দ্রীয় কারাগার মুখরিত ছিলো বিএনপি, জামায়াতে ইসলাম, হেফাজতে ইসলাম, গণ অধিকার পরিষদসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আটক ছাত্রদের অবিভাবক এবং শুভাকাঙ্ক্ষীদের স্লোগানে।
বুধবার (৬ আগস্ট) সকালে জামিন শুনানির পর দুপুরের পর থেকে জেল হতে একেএকে বেড় হন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সহিংসতার ঘটনায় রাজধানীর পৃথক দুই মামলায় আটক গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর, জাতীয় পার্টি (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ, ডাকসুর সাবেক ভিপি ও ঢাকা মহানগর উত্তর বিএনিপির
আহবায়ক আমান উল্লাহ আমান, সদস্য সচিব আমিনুল হক, বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, যুবদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, খোকা পুত্র ইশরাক হোসেন, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল ইসলাম মজনুসহ অনেকে।
গতকাল বিকেল ৫ টার দিকে কারাগার থেকে বের হন বিএনপির সিনিয়র যুগ্ন মহাসচিব রুহুল কবির রিজভী, এর পরপরই বের হন বিএনপির আরেক স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
এসময় রিজভী কর্মী সমর্থক ও দেশবাসীকে কোনপ্রকার অরাজক পরিস্থিতি যেনো না হয় সেদিকে খেয়াল রাখার আহবান জানান। তিনি বলেন যারা এই আন্দোলনে শহীদ হয়েছে, পঙ্গুত্ব বরণ করেছে তাদের জন্য সমবেদনা জানাচ্ছি। আমরা সকলে মিলে একটি সুন্দর রাস্ট্র গড়ে তুলবো ইনশাআল্লাহ।
নুরুল হক নুর বিপ্লবী ছাত্রদের ধন্যবাদ জানিয়ে বলেন, ছাত্ররা লড়াই সংগ্রামের মাধ্যমে খুনি হাসিনার পতন ঘটিয়েছে। আর হাসিনার পতনের মধ্যদিয়ে আমাদের প্রাথমিক বিজয় হয়েছে। তবে হাসিনার রাজনীতি বা প্রশাসনে যারা সহযোগী ছিলো তাদের গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে। অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে এই নেতা বলেন,
কোন সাময়িক সরকার বা ভারতপন্থী কোন পুতুল সরকার যেন না হয় সেজন্য রাজনৈতিক ঐক্যমতের ভিত্তিতে দ্রুত অন্তর্বর্তীকালীন সরকার গঠন করতে হবে। আর ছাত্ররা ড. মোহাম্মদ ইউনুস কে যে সরকার প্রধান করতে চেয়েছে আমি এবং আমাদের দল সেই প্রস্তাব সমর্থন করছি, এবং আজকের মধ্যেই সে সরকার গঠন করতে হবে।
পার্থ বলেন, ছাত্র জনতার রক্তের বিনিময়ে পাওয়া স্বাধীন দেশে ভবিষ্যতে আমরা ভালো কিছু পাবো।
আমান উল্লাহ আমান বলেন, বাংলাদেশ স্বৈরাচার থেকে মুক্তি পেয়েছে,