বৈষম্যবিরোধী আন্দোলনে নিহতদের স্মরণে রূপগঞ্জ ওয়ান ফ্যামিলির উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল
বৈষম্যবিরোধী আন্দোলনে নিহতদের স্মরণে নারায়ণগঞ্জের রূপগঞ্জে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রূপগঞ্জ ওয়ান ফ্যামিলির উদ্যোগে শনিবার বিকেলে উপজেলার সাওঘাট এলাকায় দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
রূপগঞ্জ ওয়ান ফ্যামিলির চেয়ারম্যান সেলিম প্রধানের উপস্থিতিতে বৈষম্য বিরোধী আন্দোলনে নিয়োজিত ছাত্র, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ব্যবসায়ী বৃন্দ উপস্থিত ছিলেন।
দোয়া ও মিলাদ মাহফিল পূর্বক আলোচনা সভায় রূপগঞ্জ ওয়ান ফ্যামিলির চেয়ারম্যান সেলিম প্রধান বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনের মাধ্যমে স্বৈরাচারী সরকারকে পতন ঘটিয়ে ছাত্রসমাজ দেশের সাধারণ মানুষকে শোষণ ও নির্যাতনের হাত থেকে রক্ষা করেছে। এখন থেকে ঘুষ, দুর্নীতি, অনিয়ম ও সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ করে ছাত্রসমাজ ও জনসাধারণকে সাথে নিয়ে দেশটাকে এগিয়ে নিয়ে যেতে হবে।
যারা নিহত হয়েছেন এবং আহত হয়েছেন সকলের পরিবারকে সমবেদনা জানিয়েছেন সেলিম প্রধান এবং দেশ পরিচালনায় সরকারের পাশাপাশি ছাত্রসমাজের সকল কার্যক্রমে সহযোগিতা করবেন বলে আশ্বস্ত করেন।