ঢাকা | ডিসেম্বর ২৫, ২০২৪ - ১১:৪৮ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

সখীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদদের মাগফিরাত কামনায় দোয়া

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Monday, August 12, 2024 - 5:40 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 20 বার

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: সম্প্রতি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদদের আত্ত্বার মাগফিরাত, আহত ছাত্রদের সুস্থতা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া ও আলোচনার আয়োজন করা হয়।

রবিবার (১১ অক্টোবর) হতেয়া-রাজাবাড়ি ইউনিয়ন বিএনপি এ আয়োজন করেন। উপজেলার হাতিয়া ডিগ্রি কলেজ মাঠে বাদ আসর এ আয়োজন করা হয়।

ওই ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ নজরুল ইসলাম খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নাসির উদ্দিন।

ওই ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবু হানিফ মিয়ার সঞ্চালনায় এ সময় অন্যান্যদের মধ্যে ওই ইউপি চেয়ারম্যান হুমায়ূন কবির খান, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক প্রফেসর খাইরুল হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল আলম,

হাতীবান্ধা ইউনিয়ন বিএনপি’র সভাপতি মোঃ জসিম উদ্দিন, ওই ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মুজিবুর রহমান, যুবদল সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন জসিম,সিনিয়র সহ সভাপতি হাবিবুর রহমান ,ছাত্রদলের সভাপতি মানজিদ সরকার,আয়োজক প্রবাসী ওয়াসিমের বাবা তারা মিয়াসহ স্থানীয় বিএনপি’র নেতৃবৃন্দ ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে দোয়া পরিচালনা করেন হতেয়া কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম ও খতিব মাওলানা মো. নাঈমুল ইসলাম। দোয়া শেষে প্রবাসী ওয়াসিম আকরামের সৌজন্যে উপস্থিত প্রায় ৩ শতাধিক মানুষের মাঝে তবারক বিতরণ করা হয়।