তানোর মুন্ডমালায় দুর্বৃত্তদের হামলায় জায়গা দখল লিখিত অভিযোগ!
সোহানুল হক পারভেজ, রাজশাহী বিভাগীয় প্রধান:
রাজশাহীর তানোর উপজেলার মুন্ডমালা পৌরসভার মুনন্ডমালা বাজারে দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত সহ জায়গা জবরদখল করেছেন বলে অভিযোগ উঠেছে। ভাড়াটিয়া সন্ত্রাসী দিয়ে জায়গা জবরদখল করায় বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করা হয়েছে। আজ সোমবার ১১টায় ভুক্তভোগি আরিফ রায়হান তপন বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করেন।
লিখিত বক্তব্যে তিনি বলেন, গতকাল রবিবার ১১ আগষ্ট ভাড়াটিয়া সন্ত্রাসী জোরপূর্বক বাড়িতে হামলা ভাঙচুর করে এবং জোর করে তার নিজ জায়গা দখল করেন। এ বিষয়ে আরিফ রাইহান তপন বলেন, মুন্ডমালা গ্রামের মাসুদ সরকার, গোলাম কিবরিয়া,শাখায়ত,ইমন,রেন্টু আমিনুলের নেতৃত্বে ভাড়াটিয়া সন্ত্রাসী দিয়ে যায়গা যবর দখল ও বাড়িতে অগ্নিকাণ্ড ঘটায় এবং গালিগালাজ লুটপাট ভাঙচুর ও জমি দখল করেন।
তিনি আরও জানান, তারপর নিরুপায় হয়ে আহতদেরকে নিয়ে রাজশাহী রামেক হাসপাতালে ভর্তি করেন।
তিনি আরও জানান, এব্যাপারে তানোর থানা তানোর উপজেলা নির্বাহী অফিসারকে আমি লিখিত অভিযোগ দিয়েছি তারা তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়ার দাবী জানিয়েছেন । এবং ওই অভিযোগ ডাকযোগে পুলিশ সুপার বরাবর আবার অভিযোগটি পাঠানো হয়। তিনি বলেন আমি আইনের আশ্রয় নিলে আমাকে প্রাণে মেরে ফেলার হুমকি দেয়া হয়েছে। আরিফ রায়হান তপন জানান, আমার পুরো পরিবারকে মেরে ফেলার হুমকি দিচ্ছিল বারবার। এ নিয়ে রাজশাহী মহানগর পুলিশের মিডিয়া মুখপাত্র জমিরুল ইসলাম জানান, ঘটনাটি তার জানা নেই। তবে বিষয়টি তদন্ত করে প্রয়োজনে মামলা করা হবে বলেও জানান তিনি।