ঢাকা | জানুয়ারী ১৩, ২০২৫ - ৩:১০ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

মির্জাপুরে ছাত্রলীগের হামলায় বৈষম্যবিরোধী ছাত্র  আন্দোলনের তিন সমন্বয়ক আহত

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Thursday, August 15, 2024 - 8:34 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 40 বার

স্টাফ রিপোর্টারঃ টাঙ্গাইলের মির্জাপুরে ছাত্রলীগের হামলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তিন সমন্বয়ক আহত হয়েছেন এবং এ ঘটনায় ৫ জনকে অভিযুক্ত করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ আগস্ট) দুপুর ১২ টার দিকে  মির্জাপুর শহীদ ভবানী প্রসাদ সাহা সরকারি কলেজের ভিতরে এ ঘটনা ঘটে। হামলায় আহতরা হলেন, প্রধান সমন্বয়ক ইমন সিদ্দিকী (২৩), জাকির হোসেন (২৪) ও মোজাহিদ (১৮)।

আহতদের উদ্ধার করে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়। তাদের মধ্যে সমন্বয়ক মেজাহিদের অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় রেফার্ড করা হয় এবং বর্তমানে সে ঢাকা সিএমএইচ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

কলেজ শিক্ষার্থীরা জানান, বৈষম্যবিরোধী আন্দোলনরত শিক্ষার্থীরা সকাল ১০টা থেকে কলেজের ভিতরে অবস্থান করছিল। দুপুর ১২টার দিকে উপজেলা ছাত্রলীগের সদস্য সিমান্তর নেতৃত্বে  ও ছাত্রলীগ কর্মী আপন সহ ১০-১৫ জনের একটি দল দেশীয় অস্ত্র দিয়ে  বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের ওপর হামলা চালায়। এতে তিন সমন্বয়ক আহত হয়েছেন।

এ ঘটনায় ৫ জনের নাম উল্লেখ করে মির্জাপুর থানায় একটি অভিযোগ দায়ের করেন প্রধান সমন্বয়ক ইমন সিদ্দিকী। অভিযুক্তরা হলেন, সীমান্ত সিকদার (২২), আরাফাত আহমেদ আপন(১৯), তাসীন আহমেদ সীফাত (২১), সাফীন (২১) ও আদিল সীয়াম(২০) সহ অজ্ঞাত আরো ৭ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন।

হামলার সময় শিক্ষার্থীরা আপন ,সীয়াম, আবিদ নামের ছাত্রলীগ কর্মীদের আটক করে মির্জাপুর থানায় সোপর্দ করে। আপন মির্জাপুর পৌরসদরের পুস্টকামুরী গ্রামের সাবেক সেচ্ছাসেবকলীগ নেতা মাহফুজের ছেলে।

মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: সালাহ উদ্দিন (ইনসপেক্টর) সাংবাদিকদের জানান, ছাত্রলীগ নেতা সিমান্তের নেতৃত্বে হামলা হয়েছে। পুলিশ তাদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে বলে তিনি জানান।