ঢাকা | ডিসেম্বর ২৪, ২০২৪ - ৮:৪০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

ময়মনসিংহে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শাহাদাত বরণকারীগণের স্মরণে দোয়া ও আলোচনা সভা

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Friday, August 30, 2024 - 10:14 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 25 বার

আরিফ রববানী ময়মনসিংহ : বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সারাদেশে শাহাদাত বরণকারীগণের রূহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন অর্থনীতিবিদ নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস এর নেতৃত্বে গঠিত অন্তর্বতীকালীন সরকারের সফলতা কামনাসহ নৈরাজ্য ও অপতৎপরতা রোধে মাদ্রাসা শিক্ষক-কর্মচারীদের করণীয় শীর্ষক মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার(২৯ আগস্ট) মোমেনশাহী ডি, এস কামিল মাদ্রাসার মিলনায়তনে শিক্ষকদের অন্যতম সংগঠন বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন ময়মনসিংহ মহানগর শাখা আয়োজিত উক্ত দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন মোমেনশাহী ডি এস কামিল মাদ্রাসার অধ্যক্ষ ড. মোঃ ইদ্রিছ খান। প্রধান অতিথি বক্তব্যে ড. ইদ্রিছ খান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদের জন্য শোক জ্ঞাপন করে বলেন- আমাদের ছাত্রদের রক্তের ও জীবন ত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীনতা খুবই গর্বের। আমাদের ছাত্রদের আন্দোলনের মাধ্যমেই দেশের বৈষম্য দূর হয়েছে এবং স্বৈরাচারী শাসনের পতন ঘটেছে। আমরা তাদের আত্মার মাগফিরাত কামনা করছি।অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন দক্ষিন চরকালিবাড়ী দাখিল মাদ্রাসার সুপার মাওঃ মোঃ সুরুজ্জামান।

আল-অলাবিয়া দাখিল মাদ্রাসা, ময়মনসিংহের সুপার
আলহাজ্ব মাওঃ নূর আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নাসিরাবাদ দাখিল মাদ্রাসার সুপার মাওঃ শফিকুল ইসলাম, আল্লামা শাহ সূফি খাজা সাইফুদ্দিন রহ, দাখিল মাদ্রাসার সুপার মাওঃ মোঃ নবী হোসেন আল মোজাদ্দেদী।এছাড়াও বক্তব্য রাখেন মাও: মো: জামাল উদ্দিন, প্রভাষক হালিমা সিদ্দিকা, মাও: মো: শামছুল আলম সহ প্রমুখ।

আলোচনা সভায় ড.ইদ্রিস খান আরো বলেন, পরিকল্পিতভাবে সারা দেশে আন্দোলনকারী ছাত্রদের ওপর হামলা চালানো হয়েছে। সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর নারকীয় হামলা-নির্যাতনের ঘটনায় তীব্র নিন্দা জানান তিনি।

এসময় অন্যান্য বক্তারা বলেন, ‘একটি যৌক্তিক দাবিতে আন্দোলনরত ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের ওপর হামলা মধ্যযুগীয় বর্বরতাকে হার মানিয়েছে। আমরা এই ন্যক্কারজনক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আলোচনা সভা শেষে শাহাদাত বরণকারীগণের রূহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।