ঢাকা | ডিসেম্বর ২৩, ২০২৪ - ৯:৪৪ অপরাহ্ন

কালাইয়ে স্বেচ্ছাসেবী সংগঠনের বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Saturday, August 31, 2024 - 2:11 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 23 বার

জয়পুরহাট জেলা প্রতিনিধিঃজলবায়ু পরিবর্তন এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষ রোপণ অপরিহার্য।

সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে বৃক্ষ রোপন করলে জনসচেতনতার পাশাপাশি আগামী দিনের সবুজায়নেও ব্যপক ভূমিকা রাখবে।

তাছাড়াও ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজায়নের মাধ্যমে পরিবেশ সংরক্ষণের বিষয়টি গুরুত্ব পাবে। জয়পুরহাটের কালাইয়ে শনিবার সকাল ১১ টায় স্বেচ্ছাসেবী সংগঠন আল-আইশুল আখেরাহ’র কালাই শাখার উদ্বোধন উপলক্ষে বৃক্ষ রোপণ কর্মসূচি অনুষ্ঠানে এসব কথা বলেন আমন্ত্রিত অতিথিরা। উপজেলার আহলে হাদীস মসজিদ চত্বরে উক্ত আলোচনা সভায় হাতিয়র কামিল মাদ্রাসার প্রভাষক মাওলানা সেলিম রেজার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাতিয়র কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আমিনুল ইসলাম।

মোহাম্মদ আলী জিন্নার সঞ্চালনায় আল-আইশুল আখেরাহ’র প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা মামুনুর রশিদ ছিদ্দিকী অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়াও শিরট্টি মহা বিদ্যালয়ের অধ্যক্ষ শাহাজাহান আলী, কালাই টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ তাইফুর রহমান ফিতাসহ সুশীল সমাজের ব্যক্তিবর্গ আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

শেষে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধনের অংশ হিসেবে শিক্ষার্থীদের মাঝে গাছ বিতরণ এবং কালাই বাস স্ট্যান্ড এলাকায় সংগঠনটির পক্ষ থেকে বৃক্ষরোপন করা হয়।