ঢাকা | ডিসেম্বর ২৪, ২০২৪ - ১২:২০ পূর্বাহ্ন

রায়গঞ্জে পরিকল্পনা করতে গিয়ে জনতার হাতে ৫ গরু চোর আটক 

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Monday, September 2, 2024 - 4:16 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 17 বার

সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় ঘুড়কায় চুরি করতে এসে গরুচোর চক্রের ৫ সদস্যকে আটক করেছে জনতা।

তখন চুরির কাজে ব্যবহৃত একটি তাকো জব্দ করা হয়েছে। আটককৃতরা হলো শাহজাদপুরের বাদশা মিয়া,  দিনাজপুরের রাজু হোসেন, ময়মনসিংহের বাবু মিয়া, বান্দরবানের বাবুল হোসেন ও আব্দুল বারেক।

এলাকাবাসীরা জানান, রবিবার গভীর রাতে ঘুড়কা বাজারে খাবার হোটেলে চক্রের ঐ ৫জন এলাকার গরু চুরি করার জন্য পরামর্শ করছিল। তখন পাশে থাকা কয়েকজন তাদের কথাগুলো শুনে এলাকার লোকজন সম্মিলিত ভাবে তাদের আটক করে। এরপর গরু চুরির বিষয়টি জনগণের কাছে স্বীকার করে চোরেরা।

পরে তাদের ট্রাক সহ ঘুড়কা ইউনিয়ন পরিষদে রাখা হয়।  পরে সোমবার সকালে পুলিশকে খবর দেয়া হয় বলে ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নওশের আলী জানান।

এ বিষয়ে সলঙ্গা থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ রবিউল ইসলাম জানান, ইউনিয়ন পরিষদে রাখা চোরদের থানা এনে আইনগত ব্যবস্থা নেয়া হবে।