ইতালির ভিসেন্সা বিএনপির আয়োজনে ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন
জাকির হোসেন সুমন , ব্যাুরো প্রধান ইউরোপ :বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়ার আয়োজন করে ইতালিস্হ ভিসেন্সা বিএনপি । প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত ,
ছাত্রজনতার গনঅভ্যুত্থানে সকল শহীদদের মাগফিরাত,দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি ,তারুন্যের অহংকার আগামী দিনের রাষ্ট্র নায়ক তারেক রহমানের সু-সাস্থ্য এবং দেশের বন্যা দূর্গত মানুষের জন্য ভিসেন্সার স্থানীয় একটি মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। মসজিদের ঈমাম দোয়া পরিচালনা করেন।
সে সময় বক্তব্য রাখেন মো: আজিজুর রহমান সভাপতি ভিসেন্সা বিএনপি ,
মো: ফিরোজ খন্দকার সাধারন সম্পাদক ভিসেন্সা বিএনপি , যুবনেতা সোহান এবং সাইফুল্লাহ।
ভিসেন্সা বিএনপির উপদেষ্টা মন্ডলীর মধ্যে উপস্থিত ছিলেন সিরাজুল ইসলাম সিরাজ
, মন্জুর আহমেদ জুয়েল সম্মানিত ১ম সদস্য ভিসেন্সা বিএনপি , মাসুদ মোড়ল সাবেক যুগ্ম-সাধারন সম্পাদক ভিসেন্সা বিএনপি ,
আব্দুর রাজ্জাক সাংগঠনিক সম্পাদক কবীর হোসেন , ১ম যুগ্মসাধারণসম্পাদক
ভিসেন্সা বিএনপি ,
নিজামুল হক সেলিম সহ-সভাপতি ভিসেন্সা বিএনপি , ইফতেখার মল্লিক সহ-সভাপতি ভিসেন্সা বিএনপি,
জাকির হোসেন সহ-সভাপতি ভিসেন্সা বিএনপি , আব্দুল আলিম কোষাধ্যক্ষ ভিসেন্সা বিএনপি , রবিউল আলম স্বপন সহ-সভাপতি ভিসেন্সা বিএনপি , আহবায়ক সেচ্ছাসেবক দল ভিসেন্সা ,
সরদার মোঃশাকিলসহ-সভাপতি ভিসেন্সা বিএনপি এবং সদস্য সচিব সেচ্ছাসেবক দল ভিসেন্সা , মোস্তাক আহমেদ ১ম যুগ্ম আহবায়ক সেচ্ছাসেবক দল ভিসেন্সা উত্তর রাসেল পাটোয়ারী সাধারন সম্পাদক জাতীয়তাবাদী যুবদল ভিসেন্সা,
তানবীর আহমেদ সন্দ্ধি সাংগঠনিক সম্পাদক যুবদল ভিসেন্সা , সম্পাদকীয় মন্ডলী থেকে উপস্থিত ছিলেন নূরুল ইসলাম , মহসীন সরকার, আব্দুল মতিন , লতিফ মহাম্মদ, ভিসেন্সা বিএনপি ,
এছাড়াও উপস্থিত ছিলেন মিলন ,ওবায়েত , বোরহান, সাইফুল্লাহ , সোহান, রিফাত, আজিজুর , মিন্টু, মামুন, স্বপন, আরিয়ান ,সানি, সোহাগ, প্রিন্স,বাপ্পি, রিমন, শাহজালাল ,রবিন,জিয়া ,আজিজ, বখতিয়ার , ইরফান, আরমান, ইমন , লিমন, ইফান, ইব্রাহিম, সুমন, জিললু , নুরু মহসিন , বেলটু , ফেরদৌস , রাসেল , কাইয়ুম , দরিস , মাহমুদ, রশিদ, মাহমুদ প্রমূখ। দোয়া ও মিলাদ মাহফিলে প্রায় তিন শতাধিক নেতা কর্মী অংশ নেন। এছাড়াও ভিসেন্সায় বসবাসরত প্রবাসী বাংলাদেশী গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন ।