ঢাকা | জানুয়ারী ১০, ২০২৫ - ৩:৩১ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

ইউপি)সদস্য আইয়ুব আলীর বিরুদ্ধে মাটি কাটার টাকা আত্মসাতের অভিযোগ

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Wednesday, September 4, 2024 - 3:30 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 29 বার

বারহাট্টা(নেত্রকোনা)প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলার চিরাম ইউনিয়ন পরিষদের (ইউপি)সদস্য আইয়ুব আলীর বিরুদ্ধে মাটি কাটার প্রকল্পের হতদরিদ্র শ্রমিকদের টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে।গত  ১ সেপ্টেম্বর তিনজন ভুক্তভোগী শ্রমিক উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে এ বিষয়ে লিখিত অভিযোগ দিয়েছেন।

তিনজন ভুক্তভোগী শ্রমিক হলেন চিরাম ইউনিয়নের ভাঁটগাঁও গ্রামের মোঃ আতাব উদ্দিন,হাবুল মিয়া ও আবু সিদ্দিক।

উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে দেওয়া লিখিত অভিযোগ থেকে জানা গেছে, গত ২০২১ সালে আইয়ুব আলী ইউপি সদস্য নির্বাচিত হওয়ার পর ভুক্তভোগীদের মাটি কাটার শ্রমিক হিসেবে অন্তর্ভুক্ত করে।তখন তাদের নামে সীম উত্তোলন করে বিকাশ খোলা হয়।কিন্তুু সীম জমা নিয়ে নেয় আইয়ুব আলী মেম্বার।তখন থেকে বহুবার নিজেদের শ্রমের টাকা চাইলে কিছু টাকা দেয় কিন্তুু বাকি টাকা পরে দিচ্ছি বলে টালবাহানা শুরু করে।

চিরাম ইউনিয়নের চেয়ারম্যান সাইদুর রহমান বলেন শ্রমিকের সীম অন্যের কাছে রাখার সুযোগ নেই।শ্রমিকের সীম শ্রমিকের কাছেই আছে।আর মাটি কাটার কোন প্রকল্পে আইয়ুব আলী মেম্বার সভাপতি নয় বলেও জানায় চেয়ারম্যান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা আক্তার ববি জানান, বিভিন্ন মাধ্যমে অভিযোগের বিষয়টি শুনেছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।