জয়পুরহাটে ঐষুধ ব্যবসায়ীদের নির্বাচনি মতবিনিময় ও প্রতিবাদ সভা
সুলতান মাহমুদ, জয়পুরহাট প্রতিনিধি:জয়পুরহাটে ঐষুধ ব্যবসায়ীদের নির্বাচনি মতবিনিময় ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৪ সেপ্টেম্বর) দুপুর ১টায় শহরের বাটার মোড় এলাকার একটি ফার্মেসীর সামনে থেকে ঔষধ ব্যবসায়ীরা মৌন মিছিল নিয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
পরে শহরের জিরো পয়েন্ট পাঁচুরমোড়ে (শহীদ বিশাল চত্তর) গিয়ে শেষ হয়।
পরে সেখানে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়।
এসময় জেলা কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির আহবায়ক কাজল আহমেদের সভাপতিত্বে বক্তব্য রাখেন সংস্থার যুগ্ম আহবায়ক ফারুক হোসেন, সদস্য আনোয়ার হোসেন, খলিলুর রহমান, মোরশেদ আলম প্রমুখ।
ব্যবসায়ীরা নেতারা বলেন, বিসিডিএস এর জয়পুরহাট জেলা অফিস ভবনে তালা ভেঙ্গে দখল করেছে ঐষুধ ব্যবসায়ী বাবু সওদাগরের নেতৃত্বে দূবৃত্তরা। অবিলম্বে ভবনটি দখলমুত করে নির্বাচনের মাধ্যমে নেতৃত্ব চান তাঁরা।