ঢাকা | ডিসেম্বর ২৬, ২০২৪ - ৭:২৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

ইতালিতে বাংলাদেশ সমিতি জেনোভার আয়োজনে মিলন মেলা

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Tuesday, September 17, 2024 - 3:50 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 40 বার

জাকির হোসেন সুমন , ব্যাুরো প্রধান ইউরোপ  : বাংলাদেশ সমিতি জেনোভা ইতালির উদ্যোগে  জেনোভায় বসবাসরত সকল প্রবাসী  বাংলাদেশীদের  নিয়ে মিলন মেলার আয়োজন করা হয়।

জেনোভায় বসবাসরত বাংলাদেশের সকল জেলার প্রবাসী বাংলাদেশীদের নিয়ে

স্থানীয় একটি পার্কে  বাৎসরিক মিলন মেলায় প্রথমে কোরআন থেকে তেলওয়াত  ও জাতীয় সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠান শুরু করা হয়।

সবুজ ঢালী ও মিন্টু মোড়ল এর যৌথ পরিচালনায়  অনুষ্ঠানের সভাপতিত্ব  করেন বাংলাদেশ সমিতি জেনোভার সভাপতি সুজন ঢালী,  সে সময় উপস্থিত ছিলেন ,  সাধারণ সম্পাদক মাইন উদ্দিন ভূঁইয়া ও সাংগঠনিক সম্পাদক মাসুম বেপারী, প্রচার সম্পাদক মিলন ছৈয়াল সহ  আরো উপস্থিত ছিলেন মুকুল সরদার, নয়ন ভূঁইয়া, জাকির হোসেন, রিপন সরকার, আক্তার হোসেন ঢালী,  সজীব হোসেন ঢালী, আলাউদ্দিন আলো, খায়রুল ইসলাম, আমানুল্লাহ রাজ,শাকিল মুন্সি ও তারেক জামান সহ আরো অনেকে।  দিনব্যাপী ছিল নানা রকম বিনোদন মূলক আয়োজন ।

ছোট ছোট কোমলমতি শিশুদের জন্য ছিল বিস্কুট খেলা, চামুচ খেলা , দৌড় প্রতিযোগিতা সহ নানা ধরনের  প্রতিযোগিতা।  মহিলাদের জন্য ছিল বালিশ খেলা ও পুরুষদের জন্য ছিল বল নিক্ষেপ, হাড়িভাঙ্গা ও সকল অতিথিবৃন্দের জন্য ছিল লটারি ড্র সহ নানা আয়োজন। সামাজিক রাজনৈতিক ব্যবসায়িক ব্যক্তিবর্গ পরিবার-পরিজন নিয়ে সকলে একসাথে আনন্দ উল্লাসে মেতে উঠেন । এই প্রতিযোগিতা যারা প্রথম,  দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করেছেন সকলের হাতেই পুরস্কার তুলে দেওয়া হয়।  পাশাপাশি সকল শিশুদের জন্যই ছিল শান্তনামূলক পুরস্কার।