ঢাকা | জানুয়ারী ১১, ২০২৫ - ৩:০৫ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

মির্জাপুরে সিরাতুন্নবী (সাঃ) উপলক্ষ্যে জামায়াতে ইসলামীর র‌্যালী 

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Saturday, September 21, 2024 - 6:31 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 44 বার

স্টাফ রিপোর্টারঃ টাঙ্গাইলের মির্জাপুরে পবিত্র সিরাতুন্নবী (সাঃ) উপলক্ষ্যে জামায়াতে ইসলামী মির্জাপুর উপজেলা শাখার উদ্যোগে শান্তিপূর্ণভাবে র‌্যালী ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২১ সেপ্টেম্বর) সকাল সারে দশটার দিকে  নতুন বাইপাসস্ট্যান্ড এলাকা থেকে র‌্যালীটি বের হয়। র‌্যালিটি পৌর শহরের মির্জাপুর বাজার, পুরাতন বাসস্ট্যান্ড, থানা রোডসহ প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

এরআগে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বাইপাস এলাকায় সংক্ষিপ্ত সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জামায়াতে ইসলামী মির্জাপুর শাখার আমীর ইয়া হিয়া খান মারুফ ও সেক্রেটারী আবুল কাশেম, ইসহাক আলী, কবির হোসেন প্রমুখ বক্তৃতা করেন এবং জেলার  নেতৃবৃন্দরাও উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জীবনাদর্শ পারিবারিক, সামাজিক এবং রাষ্ট্রীয়ভাবে বাস্তবায়ন করতে প্রতিটি মুসলামের ঐক্যবদ্ধ হতে হবে। প্রাণের এই বাংলাদেশে ইসলামি শাসন ব্যবস্থা কায়েম করার মধ্য দিয়ে সংসদে আল-কোরআনকে প্রতিষ্ঠিত করতে হবে। স্বৈরাচারী সরকার পতনের পর এখন সকল ধর্ম-বর্ণ-নির্বিশেষে সকল মানুষ তাদের কথা স্বাধীনভাবে বলতে পারছে। তাই তারা এই ধারা অব্যাহত রাখতে অন্তর্বর্তীকালীন সরকারের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।