জয়পুরহাটে ট্রেনের ধাক্কায় মুচড়ে গেছে ট্রাক
সুলতান মাহমুদ, জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ জয়পুরহাটে ট্রেনের ধাক্কায় দুমরে মুচড়ে ভেঙ্গে গেছে মালবাহী ট্রাক।আজ মঙ্গলবার দুপুরে জয়পুরহাট সদর উপজেলার পুরানাপৈল রেল ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটলেও কেউ হতাহত হয়নি।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জয়পুরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবীর জানান, ট্রেন আসার কিছুক্ষন আগে সবজি বোঝাই একটি ট্রাক রেল ক্রসিং এ ঢুকে পরেই যান্ত্রিক ত্রুটির কারণে তা বন্ধ হয়ে যায়, ট্রেন কাছাকাছি আসলে ট্রাক চালক পালিয়ে যায়।
তৎক্ষণিক ঢাকাগামী দ্রুতযান এক্সপ্রেস ট্রেন আসার খবর পেয়ে গেটম্যান গেট বন্ধ করে লাল পতাকা টানিয়ে দেন। তবে ট্রেনের চালক গতি কমে দিলেও ট্রেনটি আটকে থাকা ট্রাকে সজোরে ধাক্কা দিয়ে নির্বিঘ্নে চলে যায়।
এতে কোন হতাহতের ঘটনা না ঘটলেও ট্রাকটি দুমড়ে-মুচড়ে ভেঙে যায়। এতে সাময়িক যানবাহন চলাচলে বিঘ্ন ঘটলেও পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে।
এ ব্যাপারে সান্তাহার রেলওয়ে থানা পুলিশকে অবহিত করা হয়েছে বলেও জানান ওসি ।