ঢাকা | ডিসেম্বর ২৬, ২০২৪ - ৮:১৩ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

ইতালির ভেনিসে আইন শৃঙ্খলা ফিরিয়ে আনার দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Sunday, September 29, 2024 - 6:20 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 17 বার

জাকির সুমন সুমন, ব্যাুরো প্রধান ইউরোপ :ইতালির ভেনিসে ছিনতাইকারীর ছুরিকাঘাতে নিহত জাকমো গোব্বাতো জ্যাক স্মরণে এবং শহরের আইন শৃঙ্খলা ফিরিয়ে আনার দাবিতে ভেনিসের মেসত্রে এলাকায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কয়েকটি সামাজিক সংগঠন আয়োজিত বিক্ষোভ সমাবেশে ভেনিসে বসবাসকারী প্রবাসী বাংলাদেশী অভিবাসী সহ কয়েক হাজার মানুষ অংশগ্রহণ করেন। বিক্ষোভকারীরা শ্লোগান দেন, জ্যাক মরেনি, আমাদের সাথে লড়াই করছে, আমাদের শহর রক্ষা করতে।

গত ২০ সেপ্টেম্বর ইতালির ভেনিস মেসত্রের কোরসো দেল পপলো নামক সড়কে কয়েকজন ছিনতাইকারী একজন জাপানী পর্যটক নারীর উপর আক্রমণ করে এবং তার ব্যাগ ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। এ সময় ওই নারীর চিৎকারে কয়েকজন যুবক এগিয়ে আসে এবং ওই নারীকে রক্ষা করার চেষ্টা করে। ছিনতাইকারী তখন এলোপাতাড়ি ছুরিকাঘাত করলে ২৬ বছর বয়সের জাকমো গোব্বাতো জ্যাক নিহত হন এবং তার বন্ধু সেবাসতিয়ানো বেরগামাসকি আহত হন।

সাম্প্রতিক সময়ে ইতালির ভেনিসে আইন শৃঙ্খলার ব্যাপক অবনতি হয়। শহরে বাংলাদেশী বসতবাড়ি ও ব্যাবসা প্রতিষ্ঠানে চুরি, কাজ শেষে বা কাজে যাওয়ার সময় ছিনতাই সহ নানা রকমের অপকর্ম বৃদ্ধি পায়। মাদক ব্যবসায়ীদের উপদ্রব বৃদ্ধি পায়। যা শহরের বাসিন্দাদের উদ্বিগ্ন করে তোলে।

বিক্ষোভ সমাবেশ থেকে ভেনিসের মেয়র লুইজি ব্রুনারোর কড়া সমালোচনা করে বলা হয়, ভেনিস এই শহরের বাসিন্দাদের যারা ক্ষমতার বিনিময়ে ভেনিসের শান্তি শৃংঙ্খলা বিক্রি করে দিতে চায় তাদের জন্য নয়।

তারা বলেন, মেয়র লুইজি যদি শহরের শান্তি শৃংঙ্খলা ফিরিয়ে আনতে না পারেন ২ হাজার ২৫ সালের স্থানীয় সরকার নির্বাচনে তার কড়া জবাব দেয়া হবে।

বিক্ষোভটি মেসত্রের ট্রেন স্টেশন থেকে শুরু হয়ে শহরের প্রাণকেন্দ্র পিয়াচ্ছা ফেরেত্তোয় গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়। আগামী কাল ৩০ সেপ্টেম্বর, সোমবার নিহত জ্যাকের অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠিত হবে বলে জানা গিয়েছে ।