বারহাট্টায় ৩০ তম বিসিএস এসোসিয়েশনের পক্ষ থেকে ত্রাণ বিতরণ
বারহাট্টা(নেত্রকোনা)প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টায় পাহাড়ি ঢলের পানিতে ক্ষতিগ্রস্তদের ত্রাণ বিতরণ করেছে ৩০ তম বিসিএস এসোসিয়েশন(প্রশাসন)।আজ শুক্রবার দুপুরে উপজেলার রায়পুর ইউনিয়নে ১২২ টি অসহায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়।বিতরণকৃত ত্রাণের মধ্যে ছিল চাল ৫ কেজি,আলু ১ কেজি,মসুর ডাল ৫০০ গ্রাম,চিনি ৫০০ গ্রাম,মরিচের ঘুরা ১ প্যাকেট,হলুদের গুড়া ১ প্যাকেট,মোমবাতি ২ পিছ,গ্যাস ম্যাচ ১ পিছ,চিড়া ১ কেজি,মুড়ি ১ কেজি,সয়াবিন তেল হাফ লিটার,লবণ ৫০০ গ্রাম,স্যালাইন ৫ পিছ।
এসময় ৩০ তম বিসিএস প্রশাসন এসোসিয়েশন এর পক্ষে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নেত্রকোনা মোঃ শামীম আল ইমরান।এছাড়াও উপস্থিত ছিলেন বারহাট্টা উপজেলা নির্বাহী অফিসার ফারজানা আক্তার ববি, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা উবায়দুল্লাহ খান ও রায়পুর ইউনিয়নের চেয়ারম্যান আতিকুর রহমান রাজু সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।