ধামইরহাটে সামাজিক সংগঠন “মানবসেবার” উদ্যোগে ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা
মাসুদ সরকার,ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ
নওগাঁর ধামইরহাটে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন মানবসেবার উদ্যোগে বিশাল ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২ অক্টোবর) বিকেলে উপজেলার রামরামপুর ফুটবল মাঠে ঘোড়দৌড় প্রতিযোগিতা দেখতে ভিড় জমায় হাজারো নারীপুরুষ। গ্রাম-বাংলা ঐতিহ্যবাহী এই খেলার উদ্বোধন করেন ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান ও ভূমি মন্ত্রনালয়ের সাবেক অতিরিক্ত সচিব আবু হেনা মোস্তফা কামাল। ৪টি রাউন্ডে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে প্রায় ৫০টি ঘোড়া। ১ম রাউন্ডে বিজয়ী হোন দেশসেরা ঘোর সাওয়ার তাসমিনার ছোট বোন হালিমা খাতুন।
মানবসেবা সংগঠনের সভাপতি রাসেল মাহমুদের সভাপতিত্বে প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি নেতা আলহাজ্ব মো. হানজালা, সরকারি এম এম কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফরিদুজ্জামান, চকময়রাম সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম খেলাল ই রব্বানী, সাবেক ইউপি চেয়ারম্যান আইয়ুব হোসেন, সাবেক ইউপি সদস্য আনোয়ার হোসেন, অনুষ্ঠানের সঞ্চালক বাংলাদেশ বেতার রাজশাহীর সংবাদ পাঠক শহিদুল ইসলাম সোহেল, কলেজ শিক্ষক নাবিবুর রহমান, সংগঠনের সদস্য সোহেল হোসেন, মাসুদ রহমান, মো. আসাদ, আনিছুর রহমান, রায়হান হোসেন, দাতা সদস্য কায়সার ইকবাল পণি, দোলা ট্রেডার্সের স্বত্বাধিকারী দেলোয়ার হোসেন প্রমুখ।
মানবসেবা সংগঠনের সভাপতি রাসেল মাহমুদ জানান, আমাদের সংগঠন ভিক্ষুক পুনর্বাসন, অসহায়দের গৃহ নির্মানে সহযোগিতা, দরিদ্রদের আর্থিক সহযোগিতা সহ বিভিন্ন সামাচিক কর্মকান্ডে ভূমিকা পালন করছে, প্রায় ৩ বছর যাবত প্রতি মাসে শতাধিক ভিক্ষুকদের উন্নত মানের খাবার প্রদান করে আসতেছে, আমরা যুব সমাজকে মাদকমুক্ত করতে এ রকম নানা প্রতিযোগিতার পরিকল্পনা গ্রহণ করেছি।