ফরিদপুরে অ্যালকোহল পানে দুই তরুণীর মৃত্যু
ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরে অ্যালকোহল পানে দুই তরুণীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। মধ্যরাতের পরে ওই দুই তরুণীকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। নিহতরা হলেন- ফরিদপুর সরাকারী রাজেন্দ্র কলেজের অনার্স প্রথম বর্ষের শি¶ার্থী পূজা বিশ্বাস (২০)। সে মাগুরা জেলার শালিকা উপজেলার দেবিলা গ্রামের সাধন বিশ্বাসের মেয়ে। অপরজন হলেন ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজের ডিগ্রী পড়–য়া রতœা সাহা (২৪)। সে ফরিদপুরের বোয়ালমারী উপজেলার আম গ্রামের রতন কুমার সাহার মেয়ে। নিহতরা উভয়ে ফরিদপুর শহরে বাসা ভাড়া করে থাকতেন এবং সেখান থেকে গিয়ে কলেজ করতেন।
নিহতদের পরিবার ও হাসপাতাল সূত্রে জানা যায়, সরকারি রাজেন্দ্র কলেজে পড়–য়া ওই দুই শি¶ার্থী শহরের আলিপুরের কানাই মাতুব্বরের মোড় এলাকায় বাসা ভাড়া করে বসবাস করতেন। শুক্রবার সন্ধ্যায় শহরের বিভিন্ন জায়গায় পূজা দেখে বাসায় ফিরে অসুস্থ হয়ে পড়েন। অবস্থার অবনতি ঘটলে মধ্যরাতে তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়।
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা যায়, নিহতদের একজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়, আরেকজন চিকিৎসাধীন অবস্থায় রাত চারটার দিকে মারা যান। কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মোঃ আসাদুজ্জামান জানান, অ্যালকোহল পানে উভয়ের মৃত্যু হয়েছে, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।