চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত
মুসা মিয়া চাঁপাইনবাবগঞ্জ; ‘হাতে দেখলে সাদা ছড়ি, এগিয়ে এসে সহায়তা করি” এই প্রতিপাদ্য সামনে রেখে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত হয়েছে চাঁপাইনবাবগঞ্জে।
মঙ্গলবার (১৫ অক্টোবর) বেলা সাড়ে দশটার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সাদাছড়ি নিরাপত্তা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
অতিরিক্ত জেলা প্রশাসক আহমেদ মাহবুব-উল-ইসলাম৷ এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা সমাজ সেবা কার্যালয়ে উপ-পরিচালক মোসাঃ উম্মে কুলসুম, জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা, মোঃ শরিয়তুল্লাহ, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার, ডাঃ রেশমা খাতুন, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে অতিরিক্ত উপ-পরিচালক কে এম কাওছার আহমেদ,
চাঁপাইনবাবগঞ্জ ডিপিওডি”র ভাইস চেয়ারম্যান হাফেজ মোঃ আইনাল হক, চাঁপাইনবাবগঞ্জ ডিপিওডি”র পরিচালক মোঃ শফিকুল ইসলাম, সমতা নারী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মোসাঃ আফসানা খাতুন, দৃষ্টি প্রতিবন্ধী সঙ্গীত শিল্পী মুসফিকুল হাসনাত সিয়াম সহ অন্যান্যরা বক্তব্য রাখেন।