ঢাকা | ডিসেম্বর ২৫, ২০২৪ - ৮:১১ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

সিলেট সি‌টির প্রশাসকের সা‌থে সি‌লেট-চট্টগ্রাম ফ্রেন্ড‌শিপ ফাউ‌ন্ডেশনের সৌজন্য স্বাক্ষাত বি‌নিময়

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Saturday, November 9, 2024 - 12:02 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 45 বার
নিজস্ব প্রতি‌বেদক : হযরত শাহজালাল (রাঃ) এবং হযরত শাহ পরাণ (রাঃ) এর স্মৃতি বিজড়িত বাংলা‌দে‌শের আধ‌্যা‌তিক রাজধানীখ‌্যাত পূণ্যভূমি সিলেট।
সিলেট সি‌টি ক‌র্পো‌রেশনের নিজ অ‌ফি‌সে ৭ ন‌ভেম্বর ২০২৪, বৃহস্প‌তিবার সিলেট সি‌টি ক‌র্পো‌রেশনের মাননীয় প্রশাসক (নগর‌পিতা) ও সি‌লেট বিভাগীয় ক‌মি‌শনার (অ‌তি‌রিক্ত স‌চিব) চট্টগ্রা‌মের কৃ‌তি সন্তান আবু আহমেদ ‌সি‌দ্দিকী এন‌ডি‌সি ম‌হোদয়ের সা‌থে সি‌লেট-চট্টগ্রাম ফ্রেন্ড‌শীপ ফাউ‌ন্ডেশন পক্ষ থে‌কে প্রতিষ্ঠাতা সভাপ‌তি মোঃ শ‌হিদুল ইসলাম সৌজন‌্য স্বাক্ষাত বি‌নিময় ক‌রেন।

এসময় সি‌লে‌টের চলমান বি‌ভিন্ন উন্নয়ন প্রকল্প দূ‌নীতিমুক্ত করণ ও বি‌শেষ ক‌রে ওলিকু‌লের শিরোমণি হযরত শাহজালাল (র:) দরবার শরী‌ফে ম‌হিলা ইবাদতখানায় আগন্তুক মা-‌বোন‌দের নিরাপদ এবাদত করার জন‌্য নিরাপত্তা ব‌্যবস্থা জোরদার করার দাবী জা‌নান।

এসময় দা‌য়িত্বপ্রাপ্ত সকল কর্মকর্তা‌দের তি‌নি ব‌লেন অ‌তি দ্রুত স‌ঠিকভা‌বে ‌নির্মাণ কাজ সম্পন্ন করার নির্দেশ দেন এবং সিলেট শহর যানজট ও ফুটপাত মুক্ত, অসহায় গ‌রিব হকারদের লাল‌দিঘীপাড়ে পুনঃস্থাপনের পর হকার‌দের সু‌যোগ সু‌বিদা, কাষ্টমার যাতায়াত ব‌্যবস্থা সহজ করার দাবী নি‌য়েছেন।