ধামইরহাটে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
মাসুদ সরকার, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ ধামইরহাটে আইন-শৃঙ্খলা, কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। (১৪ নভেম্বর) বুধবার সকাল ১০টায় উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে অনুষ্ঠিত সভার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান।
আইসৃঙ্খলা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, নাশকতা- ও সন্ত্রাস নিয়ন্ত্রণ, চোরাচালান /টাস্ট ফোর্স , বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত হয়। ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, ” পলিথিন ব্যাগের ব্যবহার বিষয়ে আইন প্রয়োগের চেয়ে মানুষের সচেতনতা বেশি প্রয়োজন। এছাড়াও তিনি ফৌজদারি অপরাধ, ব্যাটারি চালিত ইজিবাইক, অটো রিকশা ইত্যাদি যত্রতত্র পার্কিং, ইচ্ছামতো হেডলাইট ও হর্ন ব্যবহার যা সাধারনের ভোগান্তির কারণ, এছাড়াও তিনি মাদক নিয়ন্ত্রণ, বাল্যবিবাহ ইত্যাদি বিষয়ে জনসচেতনতার উপর গুরুত্ব দিয়ে বক্তব্য প্রদান করেন।
“ওসি রাইসুল ইসলাম উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং এ বিষয়ে পুলিশের ভূমিকা উপস্থাপন করেন। বিজিবি বস্তাবর কোম্পানি কমান্ডার সুলতান খান এবং কালুপাড়া কোম্পানি কমান্ডার কে এম শরিফুল ইসলাম সীমান্ত পরিস্থিতি এবং মামলার বিষয়ে সভায় উপস্থাপন করেন । উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিককল্পনা কর্মকর্তা স্বপন কুমার বিশ্বাস, প্রধান শিক্ষক হেলাল ই রব্বানী, প্রধান শিক্ষক আব্দুর রহমান, বন বিট কর্মকর্তা আনিসুর রহমান,
ধামইরহাট প্রেসক্লাবের সদস্য সচিব সহকারি অধ্যাপক আব্দুর রাজ্জাক, ইউপি চেয়ারম্যান গন বক্তব্য প্রদান করেন। গ্রাম আদালতের উপজেলা কো অর্ডিনেটর ধীমান দেবনাথ প্রজেক্টরের মাধ্যমে বিগত মাসের মিটিং এর বিবরণ সভায় তুলে ধরেন। সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক প্রতিনিধি, সাংবাদিক প্রতিনিধিগন উপস্থিত ছিলেন। উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান সাংবাদিকদের দৃষ্টি আকর্ষণ করে আইনশৃঙ্খলা বিষয়ে জনসচেতনতা সৃষ্টির জন্য সংবাদ করার আহ্বান জানান।