ঢাকা | ডিসেম্বর ২৩, ২০২৪ - ১১:০৭ অপরাহ্ন

মান্দায় মাদ্রাসা শিক্ষক সমিতির দ্বি-বার্ষিক  সম্মেলন অনুষ্ঠিত 

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Saturday, November 30, 2024 - 10:02 am
  • News Editor
  • পঠিত হয়েছে: 9 বার
নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর মান্দায় অধ্যক্ষ সেলিম ভুঁইয়া স্যারের নেতৃত্বাধীন বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক সমিতি, মান্দা উপজেলা শাখার দ্বি-বাসিক সম্মেলন-২০২৪ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩০ নভেম্বর) বাংলাদেশ প্রাথমিক শিক্ষা সমিতি মিলনায়তনে এস.এম এরফান আলী মিয়ার সভাপতিত্বে ও মোঃ আব্দুল লতিফের সঞ্চালনায় এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলন উদ্বোধন করেন বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক সমিতি নওগাঁ জেলা শাখার সভাপতি মোঃ সিরাজুল ইসলাম।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শিক্ষাক কর্মচারী ঐক্য জোট, নওগাঁ জেলা শাখার সভাপতি ও বাশিস কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য মোঃহাফিজুর রহমান হাফিজ।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক সমিতি নওগাঁ জেলা শাখা সাধারণ সম্পাদক মোঃ এনামুল হক (ভিপি)।
বিশেষ অতিথি বাশিস নওগাঁ জেলার সভাপতি
মোঃ গোলাম সারওয়ার স্বপন, বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি (বাকশিস) নওগাঁ জেলা শাখার সভাপতি মোঃ এমদাদুল হক মুকুল, বাংলাদেশ শিক্ষক কর্মচারী ঐক্যজোট, নওগাঁ জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ আজাহার আলী সেতু, সহ জেলার নেতৃবৃন্দ এবং উপজেলার বিভিন্ন মাদ্রাসার শিক্ষক গন উপস্থিত ছিলেন।
সম্মেলন শেষে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক সমিতি (বামাশিস) মান্দা উপজেলা শাখা এস এম এরফান আলী মিয়া কে সভাপতি ও সোহরাব হোসেন কে সাধারণ সম্পাদক এবং মোজ্জাদ্দিদ আল হাবিব সাংগঠনিক সম্পাদক করে ৭১ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়।