ঢাকা | ডিসেম্বর ২৩, ২০২৪ - ৫:৫০ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

বালাগঞ্জে আসছেন জাগ্রত কবি মুহিব খাঁন

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Friday, December 6, 2024 - 5:27 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 105 বার

হেলাল আহমদ, বালাগঞ্জ প্রতিনিধি:আগামী রবিবার (৮ই ডিসেম্বর) বালাগঞ্জ উপজেলার বোয়ালজুর ইউনিয়নের চান্দাইর পাড়া শিক্ষা পল্লী সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হতে যাচ্ছে ইসলামী সাংস্কৃতিক সন্ধ্যা ক্বেরাত ও নাশিদ মাহফিল।

স্থানীয় সামাজিক সংগঠন বালাগঞ্জ ইসলামী সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে চান্দাইরপাড়া শিক্ষাপল্লী সংলগ্ন মাঠে, সাংস্কৃতিক এই সন্ধ্যায় সূরে সূরে মাতাবেন জাগ্রত কবি মুহিব খাঁন , কবি মুজাহিদুল ইসলাম বুলবুল, শালীন আহমদ, আহমদ আব্দুল্লাহ, ও শিশু শিল্পী, তামজীদ খাঁন।

এছাড়াও অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত করবেন শায়খ ক্বারী ইউসুফ সাকিম আল-আজহারী, ঢাকা।

বালাগঞ্জ ইসলামী সমাজ কল্যাণ সংস্থার দায়িত্বশীলবৃন্দ জানান, দীর্ঘদিন পর আমাদের এলাকায় একটি প্রাণবন্থ নাশিদ মাহফিলের আয়োজন করা হয়েছে। আশা করি মাহফিলটি লোকে লোকারণ্য হবে।

উক্ত মাহফিলে সর্বস্থরের ধর্মপ্রাণ মুসল্লিদের উপস্থিত হয়ে নাশিদ উপভোগ করার জন্য ইসলামী সমাজ কল্যান সংস্থার পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।