ঢাকা | ডিসেম্বর ২৩, ২০২৪ - ৮:৪২ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

কেরানীগঞ্জে যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Saturday, December 7, 2024 - 9:37 am
  • News Editor
  • পঠিত হয়েছে: 13 বার

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে দক্ষিণ কেরানীগঞ্জ থানার তেঘরিয়া ইউনিয়নে অন্তর্গত ৮নং ওয়ার্ড যুবদলের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। বাঘৈর নগরে এ কর্মী সভা অনুষ্ঠিত হয়।

তেঘরিয়া ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি বাদল আহম্মেদের সভাপতিত্বে সভা সঞ্চালনা করেন ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আলমগীর কবীর।

। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণের কেরানীগঞ্জ থানা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট শাহিন রহমান।

প্রধান অতিথির বক্তব্যে দক্ষিণের কেরানীগঞ্জ থানা যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক অ্যাডভোকেট শাহিন রহমান বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বাংলাদেশের প্রধানমন্ত্রী বানাতে হলে যুবদলের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তাই আপনারা সবাই অঙ্গিকারবন্ধ হন। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ক্লিন ইমেজকে কাজে লাগিয়ে বিনয়ী হয়ে ভোট চাইতে হবে। এ সময় তিনি যুব দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।