ঢাকা | ডিসেম্বর ২৩, ২০২৪ - ৪:১৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

অস্ট্রেলিয়া স্বেচ্ছাসেবক দলের মহান বিজয় দিবস পালিত।

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Monday, December 9, 2024 - 4:48 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 161 বার

অস্ট্রেলিয়া : বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল অস্ট্রেলিয়া শাখার আহবায়ক মো: মশিউর রহমান তুহিন এর সভাপতিত্বে ও সদস্য সচিব জাহিদুর রহমান এর সন্ঞালনায় ৮ ডিসেম্বর রবিবার সিডনী সিটির লাকেম্বা লাইব্রেরী হলে মহান বিজয় দিবস ও তারেক রহমান এর আগামীর বাংলাদেশ বিনির্মানে শীর্ষক করণীয় উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সভার শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন মোঃ ওয়ারিস মাহমুদ।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানী,প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি ইয়াছিন আলী,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি জেড মর্তুজা বিন সোহাগ,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক (যুগ্ম সম্পাদক পদ মর্য্যাদা) সম্পাদক মোঃ অমি ফেরদাউস,এবং আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোঃ রাশেদুল হক।

উক্ত সভায় আর বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি অস্ট্রেলিয়া শাখার সভাপতি জনাব এ এফ এম তাওহিদুল ইসলাম,সহ-সভাপতি সুলতান মাহমুদ,সহ-সভাপতি ফয়জুর রহমান,অর্থ সম্পাদক মন্জুরুল আলমগীর,যুগ্ম সম্পাদক শফিকুর রহমান,যুবদল অস্ট্রেলিয়া শাখার সাংগঠনিক সমন্বয়ক মোঃ জাহাঙীর আলম,জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক অস্ট্রেলিয়া শাখার যুগ্ম আহবায়ক আহসান হাবিব,যুগ্ম আহবায়ক মোঃ মুস্তাফিজুর রহমান লাবু,যুগ্ম আহবায়ক মোঃ মুরাদ হুসেন,যুগ্ম আহবায়ক ওয়ারিস মাহমুদ,যুগ্ম আহবায়ক মোতাহের হুসেন ও নিউ সাউথ ওয়েলস কমিটির আহবায়ক মিঠু বেপারী সহ অনেকেই।

প্রধান অতিথি জনাব এস এম জিলানী তার বক্তব্যে মহান স্বাধীনতার ঘোষক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা মরহুম শহীদ প্রেসিডেণ্ট জিয়াউর রহমান বীর উত্তম সহ সকল শহীদদের শ্রদ্ধাভরে স্বরণ করেন এবং তিনি বলেন জুলাই-আগষ্টে ছাত্র-জনতার সম্মিলিত গণ অভুত্যানে বাংলাদেশের অবৈধ ভাবে ক্ষমতা দখলকারী ফ্যাসিস্ট খুনী হাসিনা পালিয়ে গিয়েছে ভারতে কিন্তু তার দোষররা এখনও বাংলাদেশেই রয়েছে এবং সে ভারতে বসে প্রতিনিয়ত দেশ নিয়ে গভীর ষড়যন্ত্র করে যাচ্ছে।তিনি প্রবাসী জাতীয়তাবাদী দলের সকল নেতা কর্মী কে ধন্যবাদ জানিয়ে বলেন আমাদের অভিবাবক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এর নির্দেশে আমরা যেভাবে দেশে এবং প্রবাসে বিগত ১৬ বৎসর আন্দোলন সংগ্রাম করে ফ্যাসিবাদ কে বিদায় করেছি ঠিক আগামী দিনেও দেশ নিয়ে যে কোন ষড়যন্ত্র মোকাবিলা করার জন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান।

প্রধান বক্তার বক্তব্যে জনাব ইয়াছিন আলী বলেন জুলাই- আগষ্টে ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতন হলেও দেশ এখনও পুর্ণ বিজয় অর্জন করতে পারেনি।আমরা তখনই পরিপুর্ণ বিজয় অর্জন করতে পারব যখন আমাদের নেতা জনাব তারেক রহমান এর লক্ষ উদ্দেশ্য জনগণের কাছে পৌছাতে সক্ষম হব এবং জনগণের ভোটে একটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত হবে।

সভায় আরো উপস্থিত ছিল যুবদল নেতা মোঃ সাগর, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক অস্ট্রেলিয়া শাখার সদস্য শাহিনুর রহমান,রাসেল আহমদ, নিউ সাউথ ওয়েলস কমিটির যুগ্ম আহবায়ক মোছাম্মাৎ আজিজুন নাহার,শারমিন সুলতানা,সদস্য তালহা ইবনে তানিম আলী,তারিফ বিন জামাল রিফাত,মোঃ ফারদিন হুসেন প্রমুখ।