জয়পুরহাটে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পাল্টাপাল্টি মামলা
জয়পুরহাট প্রতিনিধি:জয়পুরহাটির তুচ্ছ ঘটনা কে কেন্দ্র করে গ্রামবাসীর দুই পক্ষের মধ্যে মারপিট ভাঙচুরের ঘটনার অভিযোগ পাওয়া গেছে। এ নিয়ে দুই পক্ষই থানায় পাল্টাপাল্টি মামলা করেছেন।
জয়পুরহাট সদর উপজেলার বুজরুক ভারুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনা কি কেন্দ্র করে ওই গ্রামের দুই পক্ষের মধ্যে আবারো সংঘর্ষের আশঙ্কা করছেন গ্রামবাসী।
মামলা সূত্রে জানা যায়, এক পক্ষের বাদী বুজরুক ভারুনিয়া গ্রামের মৃত দুদু মিয়ার ছেলে ফারুক হোসেন (৩৫) ও অপরপক্ষের বাদী একই গ্রামের ওবায়দুল ইসলাম এর ছেলে রবিউল ইসলাম (৩৩)।
ফারুক হোসেন তার এজাহারে অভিযোগ করেন, তিনি পেশায় একজন কসাই। অপর পক্ষের একই গ্রামের আল আমিন নামে এক যুবক গত ২২ নভেম্বর তার নিকট থেকে বাঁকিতে ১ কেজি মাংশ কিনেন। গত ৫ ডিসেম্বর পাওনা টাকা চাইতে গেলে তার সাথে কথা কাটাকাটি হয়। একই দিন বিকেলে আলামিন দলবল নিয়ে তার বাড়িতে এসে ভাঙচুর ও মারপিট করলে তিনি গত ৭ ডিসেম্বর জয়পুরের সদর থান একটি মামলা করেন।
অপরদিকে প্রতিপক্ষের রবিউল ইসলাম তাদের বিরুদ্ধে করা অভিযোগ অস্বীকার করে তিনি তার দায়ের করা মামলার এজাহারের বর্ণনা দিয়ে বলেন , পূর্ব শত্রুতার জের ধরে গত ৫ ডিসেম্বর বিকেলে তেঁতুল তুলি গ্রামে তার বাড়িতে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায় জয়পুরহাট সদর উপজেলার আদর্শ পাড়া গ্রামের পিয়াস আহমেদ, রঞ্জু মিয়া, তেঁতুল তুলি গ্রামের বটতলা পাড়ার ফারুক হোসেন, চক মোহন গ্রামের মীর শহীদসহ অজ্ঞাত ১০-১৫ জন। তার বাড়িতে এসে ভাঙচুর ও মারধর করে। তাদের হামলায় তার ভাই সহ কয়েকজন গুরুতর আহত হন বলে অভিযোগ করেন রবিউল।
এ ব্যাপারে রবিউল বাদী হয়ে জয়পুর সদর থানায় মামলা দায়ের করেন।
জয়পুরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহেদ আল মামুন বলেন, উভয় পক্ষী মামলা নেওয়া হয়েছে, ঘটনার ব্যাপারে তদন্ত চলছে, তদন্তের পর যাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হবে তাদের ব্যাপারে আইমানুক ব্যবস্থা নেয়া হবে।