কুয়েত থেকে লেবাননে ত্রাণ সামগ্রী পাঠালো বাংলাদেশ দূতাবাস
মোঃ বিলাল উদ্দিন,কুয়েত প্রতিনিধিঃইহুদিবাদী ইসরায়েলের বিমান হামলায় ক্ষতিগ্রস্ত মধ্যপ্রাচ্যের দেশ যুদ্ধবিধ্বস্ত।
লেবাননের জনগণ এবং কুয়েতের সরকারের স্লোগান ‘কুয়েত আপনার নিরাপত্তা চায়-এর সঙ্গে সংহতি জানিয়ে লেবাননে ত্রাণ সামগ্রী পাঠিয়েছে কুয়েতের বাংলাদেশ দূতাবাস।এসব ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে প্যাকেটজাত খাবার, ওষুধ, শিশুখাদ্য, বেবি ডায়াপার, নারীদের স্যানিটারি ন্যাপকিন প্রভৃতি।
মঙ্গলবার কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন, কুয়েতে নিযুক্ত লেবাননের রাষ্ট্রদূতের কাছে হস্তান্তর করেছেন।
ত্রাণ সামগ্রী হস্তান্তরকালে বাংলাদেশ দূতাবাসের এই মহতী উদ্যোগকে স্বাগত জানিয়ে কুয়েতে বসবাসরত সকল প্রবাসী বাংলাদেশীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানিয়েছেন কুয়েতের লেবাননের রাষ্ট্রদূত।
লেবাননে ত্রাণ পাঠানোর জন্য গত ৫ ডিসেম্বর কুয়েতে বসবাসরত বাংলাদেশিদের আহ্বান জানিয়েছিল কুয়েতের বাংলাদেশ দূতাবাস।
দূতাবাসের আহ্বানে ব্যাপকভাবে সাড়া দেন কুয়েতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। তাদের বদৌলতেই লেবাননে ত্রাণ পাঠিয়েছে কুয়েতের বাংলাদেশ দূতাবাস।