জামালগঞ্জে যুবদের জনসচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা
মুহাম্মদ আফজাল হোসেন সুনামগঞ্জ প্রতিনিধি::দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’ এ স্লোগান কে সামনে রেখে সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় সামাজিক কর্মকাণ্ড ও স্বেচ্ছাসেবামূলক কাজে যুবদের ভূমিকা শীর্ষক জনসচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্টিত হয়েছে।
মঙ্গলবার সকালে (১৭ ডিসেম্বর)
উপজেলা পরিষদ হল রুমে উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা এ.কে.এম. সামছুল হকের সভাপতিত্বে যুব উন্নয়নের আয়োজনে এসময় প্রধান অতিথি ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের সুনামগঞ্জ জেলার সহকারী পরিচালক মোঃ জাফর ইকবাল চৌধুরী।
এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রনধীর দেবনাথ,উপজেলা মৎস্য কর্মকর্তা কামরুল ইসলাম।
এসময় বক্তব্য রাখেন, সমাজকর্মী মো: নুরুল হক, প্রশিক্ষিত যুব, যুব-সংগঠক ও সফল আত্মকর্মী আরিফ বাদশা, তোফাজ্জল ইসলাম আফিল মিয়া, যুব নারী মেহজাবিন পুতুল সহ অনেকেই।
এছাড়াও উপস্থিত ছিলেন- দৈনিক আলোকিত সকালের বিশেষ প্রতিনিধি আব্দুস সামাদ আফিন্দী নাহিদ, যুব সংগঠক তোফায়েল আহমদ, জামিরুল ইসলাম, আনিসুল ইসলাম, স্বাধীন খাঁন, তাওহীদা আক্তার,কাকলী আক্তার, সূবর্ণা আক্তার প্রমুখ।