দেশের ভাবমূর্তি নষ্ট করতে বিভিন্ন ফরমেটে ফিরে আসছে ফ্যাসিস্ট দোসররা- তারাকান্দায় জেলা প্রশাসক
ময়মনসিংহ প্রতিনিধি:ময়মনসিংহের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা মেজিস্ট্রেট মফিদুল আলম বলেছেন-ফ্যাসিস্ট দোসররা বিভিন্ন রুপে আবির্ভাব হচ্ছে এই দেশকে অস্থিতিশীল করে তুলতে, কখনো মুক্তিযোদ্ধা রূপে, কখনো আনসার রূপে। দেশের ভাবমূর্তি নষ্ট করার জন্য,বিভিন্ন ফরমেটে ফিরে আসছে। তাই সকলকে সতর্ক থাকতে হবে ও কার্যক্রমে প্রশাসনকে সবাই সহযোগিতা করতে হবে।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দুপুরে তারাকান্দা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে রাজনৈতিক ও সুশীল নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন জেলা প্রশাসক মফিদুল আলম।
তারাকান্দা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাজনীন সুলতানা এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও তারাকান্দা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার ও উপজেলা জামায়াতে আমির মো: আব্দুল হান্নান,ছাত্র সমন্বয়কদের পক্ষে আব্দুস সোবহান প্রমূখ ।
এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সৈয়দা তামান্না হোরায়রা,উপজেলা কৃষি কর্মকর্তা অরুনিমা কাঞ্চি সুপ্রভা শাওনসহ অন্যান্য কর্মকর্তা বৃন্দ প্রমুখ। মতবিনিময় সভার আগে জেলা প্রশাসক মফিদুল আলম উপজেলা পরিষদ চত্ত্বরে নির্মানাধীন জামে মসজিদের ছাদ ঢালাই কাজ এর উদ্বোধন ও তারাকান্দা থানা এবং ভূমি অফিস পরিদর্শন করেন।
জেলা প্রশাসক মফিদুল আলম তারাকান্দায় আগমন উপলক্ষে ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও তারাকান্দা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার নেতৃত্বে তারাকান্দা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ফুলের তোরা দিয়ে শুভেচ্ছা জানান।