ঢাকা | ডিসেম্বর ২২, ২০২৪ - ১১:৫৭ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

কেরানীগঞ্জে ১০ লাখ টাকা মুক্তিপণের জন্য অপহৃত উদ্ধার : অপহরণকারী গ্রেফতার

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Saturday, December 21, 2024 - 5:10 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 4 বার

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: ঢাকার কেরানীগঞ্জে ১০লাখ টাকা মুক্তিবনের জন্য অপহৃত ব্যক্তি মোহাম্মদ মোস্তফা (২৪) উদ্ধার এবং অপহরণকারী মোঃ মামুন (৩৯)কে গ্রেফতার করেছে র‍্যাব-১০।

সহকারী পরিচালক র‍্যাব-১০ (মিডিয়া) সিনিয়র সহকারী পুলিশ সুপার তাপস কর্মকার আজ দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান,
দক্ষিণ কেরানীগঞ্জ থানার চর খাসকান্দি গ্রামের মো: মোস্তফা (২৪) দীর্ঘদিন যাবৎ ভাড়ায় সিএনজি চালিয়ে জীবিকা নির্বাহ করে আসছিল। গত ১৯ ডিসেম্বর সন্ধ্যা আনুমানিক ৭টায় প্রতিদিনের ন্যায় সিএনজি নিয়ে যাত্রী পরিবহন করার জন্য বাসা থেকে বের হয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানার কদমতলী এলাকার ইবনেসিনা হাসপাতালের সামনে অবস্থান করে।

এরপর অপহরণকারী মামুনসহ তার সহযোগীরা কোনাখোলা যাওয়ার জন্য ভিকটিম মোস্তফার সিএনজিতে উঠে। কিছুদুর যাওয়ার পর ফাঁকা জায়গাতে গিয়ে মামুনসহ অপরাপর আসামীরা ভিকটিম মোন্তফাকে ধারালো অস্ত্র দিয়ে হত্যার ভয়ভীতি দেখায়। ভিকটিম মোস্তফার বাড়িতে কল দিয়ে তার বাবার নিকট মুক্তিপণ হিসেবে দশ লক্ষ টাকা দাবী করে।

মুক্তিপনের টাকা দিতে ব্যর্থ হলে মামুন ভিকটিম মোস্তফাকে হত্যা করবে বলে হুমকি প্রদান করে এবং মোন্তফাকে মারপিটের ঘটনা ভিডিও কলে মোস্তফার বাবাকে দেখায়। অতঃপর ভিকটিম মোস্তফার বাবা মোজাম্মেল হক দক্ষিণ কেরানীগঞ্জ থানায় ভিকটিম মোস্তফাকে অপহরণের দায়ে একটি অভিযোগপত্র দাখিল করে।
উল্লেখিত অপহরণের বিষয়টি জানতে পেরে র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল অপহৃত ভিকটিম মোস্তফাকে দ্রুত উদ্ধারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি ও ছায়া তদন্ত শুরু করে।

এরই ধারাবাহিকতায় গতকাল শুক্রবার রাতে র‌্যাব-১০ এর উক্ত আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তির সহায়তায় দক্ষিণ কেরানীগঞ্জ থানার আব্দুল্লাহপুর বাস ষ্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে অপহৃত ভিকটিম মোস্তফাকে অক্ষত অবস্থায় উদ্ধারসহ অপহরণকারী মোঃ মামুন(৩৯)কে গ্রেফতার করে। এ সময় অপহরণকারী মামুনের অন্য সহযোগীরা পালিয়ে যায়। গ্রেফতারকৃত অপহরণকারী মামুনের পিতার নাম মৃত খোকন আলী।বাড়ি মুন্সিগঞ্জ জেলার টুঙ্গিবাড়ী থানার দিঘীরপাড় গ্রামে।