সারিয়াকান্দি ব্লাড ডোনেট ফাউন্ডেশনের নবগঠিত কমিটির পরিচিত সভা অনুষ্ঠিত
মোঃ তৌহিদ হাসান বিশেষ প্রতিনিধি:আল্লাহ বাঁচাবে প্রাণ আমরা করবো স্বেচ্ছায় রক্তদান’ এই স্লোগান নিয়ে সমাজিক স্বেচ্ছাসেবী সংগঠন সারিয়াকান্দি ব্লাড ডোনেট ফাউন্ডেশনের নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকাল ৪ টায় সারিয়াকান্দি কালিতলা গোয়েন বাঁধে নবগঠিত এ কমিটির সদস্যদের নিয়ে পরিচিতি সভা হয়। এতে সারিয়াকান্দি ব্লাড ডোনেট ফাউন্ডেশনের কো অর্ডিনেটর রাকিবুল হাসান আহাদের সঞ্চালনায় রাশেদ মাহমুদের সভাপতিত্বে পরিচিতি সভায় প্রধান অতিথি ছিলেন সারিয়াকান্দি ব্লাড ডোনেট ফাউন্ডেশনের উপদেষ্টা মো: পারভেজ আলম পল্লব।
বিশেষ অতিথি ছিলেন, মো: পরশ মনি উপদেষ্টা সারিয়াকান্দি ব্লাড ডোনেট ফাউন্ডেশন,মো:মাহবুব রহমান লিটন উপদেষ্টা সারিয়াকান্দি ব্লাড ডোনেট ফাউন্ডেশন,মো:জুবায়েদ রহমান সবুজ উপদেষ্টা মন্ডলীর সদস্য ও শিক্ষক করতোয়া মাল্টিমিডিয়া স্কুল এন্ড কলেজ। সারিয়াকান্দি ব্লাড ডোনেট ফাউন্ডেশনের নবনিযুক্ত কমিটির পরিচিত সবাই উপস্থিত ছিলেন
সারিয়াকান্দী ব্লাড ডোনেট ফাউন্ডেশনের নর্ব নির্বাচিত
সাধারণ সম্পাদক মো: আরাফাত রহমান,
সাংগঠনিক সম্পাদক মো: নিরব হাসান,
সহ- যুগ্ম-সাধারণ সম্পাদক মো: রায়হান আকন্দ,সহ- যুগ্ম সাধারন মো: অন্তর ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক মো মানিক মিয়া,সহ- সাংগঠনিক সম্পাদক মো:রিদয় ইসলাম,সহ- ত্রাণবিষয়কসম্পাদক মো: সাদিক ইসলাম,কার্যনিবাহী সদস্য মো:আলো ইসলাম,কার্যনিবাহী সদস্য মো: জনি আহম্মেদ, কার্যনিবাহী সদস্য:মো: মামুন আল হাসান রনি,কার্যনিবাহী সদস্য মো: নিরব হাসান, কার্যনিবাহী সদস্য মো: সিয়াম।