ভালুকায় আগামী জানুয়ারী – ফেব্রুয়ারী মাসব্যাপী তারুণ্য উৎসব পালন করবে উপজেলা প্রশাসন
স্টাফ রিপোর্টারঃনতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সার্বিক সহায়তায় ও বাস্তবায়নে নতুন বাংলাদেশ গড়ার কারিগর হিসাবে গড়ে তুলতে যুবসমাজকে উজ্জীবিত করতে ২০২৫ সালে যুবদের নতুন স্বপ্নে জাগিয়ে তোলতে বাংলাদেশ প্রিমিয়ার লিগের সহযোগিতায়, তারুণ্যের উৎসব ২০২৫-এর লক্ষ্য জাতিকে
ঐক্যবদ্ধ করা, পারস্পরিক সহযোগিতার মানসিকতা গড়ে তোলা এবং বাংলাদেশের বৈচিত্র্য ও সংস্কৃতির সৌন্দর্যকে উদযাপন করতে ‘তারুণ্যের উৎসব-২০২৫’ উদযাপন এর ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে ভালুকা উপজেলা প্রশাসন।
উৎসবটি ব্যাপকভাবে উদযাপনের লক্ষ্যে
ভালুকা উপজেলা প্রশাসনের উদ্যোগে আগামী জানুয়ারী ২০২৫ থেকে ফেব্রুয়ারী ২০২৫ মাসব্যাপি উপজেলায় ফুটবল টুর্নামেন্ট, ক্রিকেট টুর্নামেন্ট, ভলিবল টুর্নামেন্ট, ব্যাডমিন্টন টুর্নামেন্ট, একটি কাবাডি ম্যাচ, সাংস্কৃতিক অনুষ্ঠান ইত্যাদি কর্মসূচি
পালন করবে উপজেলা প্রশাসন। জানুয়ারি-ফেব্রুয়ারি মাসব্যাপি এই কর্মসূচি চলমান থাকবে বলে জানিয়ে সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ কামনা করেছেন উপজেলা নির্বাহী অফিসার হাসান আব্দুল্লাহ আল মাহমুদ।
তিনি জানান-এবারের তারুণ্যের উৎসবের প্রতিপাদ্য “এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” (Change the Country, Change the World)। তারুণ্যের উৎসব – ২০২৫ এর উদ্দেশ্য হলো ক্রিকেটের শক্তিকে কাজে লাগিয়ে যুবসমাজকে ঐক্যবদ্ধ করা। তরুণদের মাঝে সামাজিক ও পরিবেশগত মূল্যবোধ প্রচার করা। দেশীয় সংস্কৃতি ও মূল্যবোধকে জাগিয়ে তোলা। দেশব্যাপী সাংস্কৃতিক উৎসব পালন করা। যুবকদের আত্ম-উন্নয়ন ও চরিত্র গঠনের সুযোগ প্রদান করা এবং নেতৃত্বের গুণমান, পারস্পরিক সহনশীলতা ও সহানুভূতি ধারণ করা।
এব্যাপারে ইউএনও হাসান আব্দুল্লাহ আল মাহমুদ বলেন-তারুণ্যের উৎসবের অংশ হিসেবে জুলাই-আগস্ট বিপ্লবের অনুপ্রেরণায় উজ্জীবিত হয়ে সরকারি-বেসরকারি সম্মিলনে সারাদেশের ন্যায় ভালুকা উপজেলায় বিভিন্ন কর্মসূচি আয়োজনের উদ্যোগ নেয়া হয়েছে।এর অংশ হিসাবেই আগামী জানুয়ারি মাস থেকে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে তারুণ্যের উৎসব পালিত হবে। শোভাযাত্রায় সকল সরকারি দপ্তরের প্রতিনিধিবৃন্দ, সাংস্কৃতিক কর্মীসহ ছাত্ররা অংশগ্রহণ করবে। তিনি জানান-তারুণ্য নির্ভর নতুন বাংলাদেশ বিনির্মাণে তারুণ্যের উৎসব ২০২৫ যথাযথ মর্যাদায় উদ্যাপনের লক্ষ্যে লিড মিনিস্ট্রি হিসাবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো বিস্তর কর্মসূচি গ্রহণ করেছে।তারই ধারাবাহিকতায় ভালুকা উপজেলা প্রশাসনের পক্ষে এমন কর্মসূচি নেয়া হয়েছে।
উল্লেখ্য, আগামী জানুয়ারী ২০২৫ থেকে ফেব্রুয়ারী ২০২৫ মাসব্যাপি উপজেলা পর্যায়ে অনুষ্ঠিতব্য এ উৎসবে সকল সরকারি দপ্তর নিজ নিজ কর্মপরিকল্পনা উপস্থাপন করবেন।