শ্রীমঙ্গল প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনের মনোনয়ন ক্রয় করেন ২২ জন, নির্বাচন ১৫ জানুয়ারি
মোঃ ইমরান হোসেন মৌলভীবাজার,প্রতিনিধি:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলের ঐতিহ্যবাহী ‘শ্রীমঙ্গল প্রেসক্লাব’ এর কার্যকরী কমিটির দ্বি-বার্ষিক নির্বাচন (২০২৫-২০২৬) এর মনোনয়নপত্র কিনেছেন ২২ জন প্রার্থী।
রবিবার (৫ জানুয়ারি) বেলা ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ক্লাবের সভাপতি, সহসভাপতি, সাধারণ সম্পাদক, যুগ্ন সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষসহ ১৫ টি পদের বিপরীতে ২২ জন মনোনয়নপত্র কিনেছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীমঙ্গল প্রেসক্লাব নির্বাচন-২০২৫-২০২৬ এর নির্বাচন কমিশনার ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. সুয়েব হোসেন চৌধুরী।
সভাপতি পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন এম ইদ্রিস আলী ও সৈয়দ আবু জাফর সালাউদ্দিন, সহ-সভাপতি পদে আবুল ফজল আব্দুল হাই, মোঃ আব্দুর রব, সৈয়দ ছায়েদ আহমদ ও শাহাব উদ্দিন, সাধারণ সম্পাদক পদে ইয়াছিন আরাফাত রবিন, মো. সাইফুল ইসলাম, রুবেল আহমদ, যুগ্ন সাধারণ সম্পাদক পদে মোঃ এহসানুল হক (এহসান ববিন মুজাহির), আবুজার রহমান বাবলা ও এম এ রকিব, কোষাধ্যক্ষ পদে মো. আনোয়ার হোসেন জসিম, সহ সম্পাদক (দপ্তর) পদে শামছুল ইমলাম শামিম, সহসম্পাদক (সাহিত্য ও প্রকাশনা) বিশ্বজিত ভট্টাচার্য বাপন, সহসম্পাদক (ক্রীড়া ও সাংস্কৃতিক) গোলাম কিবরিয়া জুয়েল ও নুর মোহাম্মদ সাগর, সাধারণ সদস্য পদে ইসমাইল মাহমুদ, কাওছার ইকবাল, সৈয়দ আমিরুজ্জামান, মিসবাহ উদ্দিন যুবায়ের ও মোঃ শাকির আহমদ।
গত ১ জানুয়ারি দুপুরে প্রেসক্লাবের এমবিএ বেলাল-গোপাল দেব চৌধুরী কনফারেন্স রুমে নির্বাচনের তফসিল ঘোষণা করেন শ্রীমঙ্গল প্রেসক্লাব নির্বাচন-২০২৫-২০২৬ এর নির্বাচন কমিশনার ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. সুয়েব হোসেন চৌধুরী৷
ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমা দেওয়ার সময়সীমা ৬ জানুয়ারি সকাল ১১টা থেকে দুপুর ২টা। একইদিন বেলা ৩টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র বাছাই হবে। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ৭ জানুয়ারি সকাল ১১টা থেকে বেলা ২টা পর্যন্ত। চূড়ান্ত প্রার্থী তালিকা ৮ জানুয়ারি বিকেল ৪টায় প্রকাশিত হবে। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১৫ জানুয়ারি সকাল ১১টা থেকে বেলা ২টা পর্যন্ত।
আগামী দ্বি-বার্ষিক নির্বাচনে শ্রীমঙ্গল প্রেসক্লাবের ২৭ জন সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। ভোটের মাধ্যমে ১৫ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হবে।
শ্রীমঙ্গল প্রেসক্লাব প্রতিষ্ঠার ইতিহাসেও রয়েছে গৌরবোজ্জ্বল অধ্যায়। ১৯৭৬ সালের ২৫ জুন প্রতিষ্ঠিত এই প্রেসক্লাব শ্রীমঙ্গলের গণমাধ্যম কর্মীদের ঐক্য ও পেশাগত দক্ষতার প্রতীক হিসেবে বিবেচিত হয়। এ বছরেও নির্বাচনের পরিবেশ সুষ্ঠু ও প্রতিযোগিতামূলক রাখতে নির্বাচন কমিশনারের পক্ষ থেকে যাবতীয় প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।