ঢাকা | এপ্রিল ১২, ২০২৫ - ৩:০৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

শ্রীমঙ্গলে কৃষকদলের উদ্যোগে বিশাল ইফতার ও দোয়া মাহফিল

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Saturday, March 22, 2025 - 3:48 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 54 বার

শ্রীমঙ্গল(মৌলভীবাজার)প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল শ্রীমঙ্গল উপজেলা শাখার উদ্যোগে বিশাল ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২২ মার্চ) শ্রীমঙ্গল শহরের ভানুগাছ রোডস্থ রেলওয়ে মাঠ (বাস- মিনি বাস, মাইক্রোবাস, ট্রাক এবং সিএনজি স্ট্যান্ড)- এ’ কৃষকদল শ্রীমঙ্গল উপজেলা শাখা কর্তৃক ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন- শ্রীমঙ্গল পৌরসভার সাবেক মেয়র ও মৌলভীবাজার জেলা বিএনপি নেতা মো. মহসিন মিয়া মধু।

এ সময় শ্রীমঙ্গল উপজেলা কৃষক দলের আহ্বায়ক মো. মোস্তাক আলী’র সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মৌলভীবাজার জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য বকশি মিজবাহুর রহমান, মৌলভীবাজার জেলা কৃষক দলের আহবায়ক শামিম আহমেদ ও সাংগঠনিক সম্পাদক আব্দুল করিম ইমানী, পৌর জেলা কৃষকদলের আহবায়ক কাওছার আহমেদ।
এছাড়াও উপস্থিত ছিলেন,

শ্রীমঙ্গল উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আতিকুর রহমান জরিপ, যুগ্ন আহ্বায়ক তারে খন্দকার, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আব্দুল মোছাব্বির, এমদাদুল হক, মকবুল হোসেন, এম এ কাইয়ুম, আব্দুর রহিম, শ্রীমঙ্গল পৌর বিএনপির সিনিয়র যুগ্ন আহ্বায়ক মিল্লাত হোসেন মিরাশদার, যুগ্ন আহবায়ক আব্দুল জব্বার আজাদ, পৌর বিএনপির আহবায়ক কমিটির সদস্য আলকাছ মিয়া, মীর এম এ সালাম, টিটু দাস ও শ্রীমঙ্গল কৃষক দলের সদস্য সচিব মো: তাজু সহ প্রমূখ।

এছাড়াও ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা কৃষক দল নেতা তাজুল ইসলামসহ বিএনপি ছাত্রদল, যুবদল, শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দল এবং বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সহ সর্বস্তরের কয়েক হাজার মানুষ।

Proudly Designed by: Softs Cloud