ঢাকা | এপ্রিল ৭, ২০২৫ - ১:১৭ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

সমাজ পরিবর্তনে সাংবাদিকের ভূমিকা অগ্রগণ্য- ময়মনসিংহে বিএনপি নেতা রুকন

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Thursday, March 27, 2025 - 10:41 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 9 বার

স্টাফ রিপোর্টারঃআগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৪ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনয়ন প্রত্যাশী,ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব সাবেক ছাত্রনেতা রুকুনুজ্জামান সরকার রুকন বলেছেন, সমাজ পরিবর্তনে সাংবাদিকের ভূমিকা অগ্রগণ্য। সাংবাদিকরাই পারে সমাজের চিত্র পরিবর্তন করতে।

বৃহস্পতিবার (২৭মার্চ) সন্ধ্যায় ময়মনসিংহ নগরীর অবন্তীকা এরোমা রেস্টুরেন্টেে পবিত্র মাহে রমজান উপলক্ষ ময়মনসিংহ জেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও পেশাজীবি ব্যক্তিদের সম্মান আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে ইফতার পুর্ববর্তী সংক্ষিপ্ত আলোচনায় আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য প্রদানকালে এসব কথা বলেন।

বাংলাদেশ জামায়াতে ইসলামী ময়মনসিংহ  জেলা আমীর মো : আব্দুল করিমের সভাপতিত্বে ও মাহবুব ফরাজীর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে জামায়াতের মহানগর সেক্রেটারি অঅধ্যাপক শহীদুল্লাহ্ কায়সার, ডা: মোহাম্মদ আলী সিদ্দিকী, মাও: মামুনুর রশিদ আমীর ইসলামী আন্দোলন, নায়েবে আমীর কামরুল হাসান মিলনসহ জামায়াতে ইসলামী এর বিভিন্ন থানার দায়িত্বশীলবৃন্দ, যুব বিভাগের থানা নেতৃবৃন্দ এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ এবং উপজেলায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এসময় তিনি আরো বলেন, বাংলাদেশে জাতীয়তাবাদী দল বিএনপি ও বাংলাদেশ জামায়াত ইসলামী সবসময় সাংবাদিকবান্ধব। সাংবাদিকদের পাশে সবসময় আমরা ছিলাম, আছি এবং আগামীতেও থাকবে। সত্য মিথ্যা যাচাই করে সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারের আহবান জানান তিনি।

Proudly Designed by: Softs Cloud