ঢাকা | এপ্রিল ২৫, ২০২৫ - ১০:৪৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

দুই নারী ও শিশু হত্যার ঘটনায় ইয়াসিনের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Saturday, April 12, 2025 - 12:34 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 11 বার

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে দুই নারী ও এক শিশু হত্যার ঘটনায় গ্রেপ্তার ইয়াসিনকে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত । শনিবার বিকেলে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট বেলায়েত হোসেনের আদালত এই রিমান্ড মঞ্জুর করেন।

আদালত পুলিশ পরিদর্শক, কাইউম খান, জানান।

গ্রেপ্তারকৃত আসামী ইয়াসিনকে ব্যাপক জিজ্ঞাসাবাদের জন্য দশ দিনের রিমান্ড আবেদন করে আদালতে পাঠায় তদন্তকারী কর্মকর্তা। এর প্রেক্ষিতে আদালত শুনানি শেষে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

উল্লেখ্য গত শুক্রবার রাতে নিহত স্বপ্না ও লামিয়ার ছোট বোন মুনমুন আক্তার বাদি হয়ে লামিয়ার স্বামী, শশুর ও ননদকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন।

Proudly Designed by: Softs Cloud