কুয়েতে ৪৯ তম মহান বিজয় দিবস উপলক্ষে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আলোচনা সভা
মোঃবিলাল উদ্দিন, বিশেষ প্রতিনিধিঃ বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কুয়েত কেন্দ্রীয় কমিটির উদ্যোগে ৪৯ তম মহান বিজয় দিবস উপলক্ষে ১৮ ডিসেম্বর শুক্রবার এক আলোচনা সভা কুয়েত সিটির মবরুক হোটেলে অনুষ্ঠিত হয়।
সভায় সংগঠনের সভাপতি মাসুদ করিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তরুণ সংগঠক সমাজসেবক বেলাল উদ্দিন ও যুগ্ন সাধারণ সম্পাদক কবির হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ কুয়েত এর সভাপতি জনাব আতাউল গণি মামূন।
অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন আওয়ামী লীগ কুয়েত এর সাধারণ সম্পাদক ফয়েজ কামাল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক লীগের উপদেষ্টা আকবর হোসেন, বাংলাদেশ আওয়ামী লীগ কুয়েত শাখার যুগ্ম সাধারণ সম্পাদক শাহনেয়াজ নজরুল, রোকনুজ্জামান পিদ্দু, কামরুজ্জামান টিটু , যুব লীগ কুয়েত শাখার আহবায়ক ইমামুদ্দিন বাদল, শ্রমিক লীগের সভাপতি কামাল হোসেন সহ সহ অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানের শুরুতেই টেলিকনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখেন,ঢাকা থেকে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের বিপ্লবী সভাপতি নির্মল রঞ্জন গুহ সহ কেন্দ্রীয় বিভিন্ন নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বাংলাদেশ আওয়ামী লীগ, যুবলীগ, শ্রমিক ও স্বেচ্ছাসেবক লীগের বিভিন্ন নেতৃবৃন্দ বক্তব্য শেষে দেশ ও জাতির মঙ্গল কামনা করে দোয়া ও মোনাজাতের মাধ্যমে আলোচনা সভার সমাপ্তি ঘোষণা করা হয়।