ঢাকা | ডিসেম্বর ২৭, ২০২৪ - ১০:৪০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

সাপাহারে জবই বিলে উদ্ধার হওয়া পাখি অবমুক্ত করলেন ইউএনও কল্যাণ চৌধুরী

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Monday, December 21, 2020 - 8:21 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 164 বার

সোহেল চৌধুরী রানা, সাপাহার (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর সাপাহারে ঐতিহ্যবাহী জবই বিলে উদ্ধার হওয়া তিনটি পাখি অবমুক্ত করা হয়েছে। সোমবার সন্ধ্যায় উপজেলা পরিষদ চত্ত্বরে তিনটি পানিকৌড়ি পাখি অবমুক্ত করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কল্যাণ চৌধুরী।

জানাযায়, সোমবার দুপুরে উপজেলার ঐতিহ্যবাহী জবইবিলে মৎস্য আহরণের জন্য পাতানো জেলেদের জালে আটকা পড়ে তিনটি পাখি। এ খবর পেয়ে জবই বিল জীববৈচিত্র সংরক্ষণ ও সমাজ কল্যাণ সংস্থার সদস্যা ওই জেলে সহ পাখিগুলো নিয়ে আসে উপজেলা নির্বাহী অফিসার কল্যাণ চৌধুরীর কাছে। সেখানে ওই জেলের বিরুদ্ধে পাখি শিকারের অভিযোগ প্রমানিত না হওয়ায় তাঁকে ছেড়ে দিয়ে পাখিগুলো অবমুক্ত করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার কল্যাণ চৌধুরী বলেন, যেকোন ধরনের পাখি শিকার দন্ডনীয় অপরাধ, যদি কেউ যেনে বুঝে এধরনের অপরাধে জড়িয়ে পড়েন, তাদের বিরুদ্ধে কঠোর অাইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

এসময় জবই বিল মৎস্য চাষী সমবায় সমিতির সভাপতি বকুল হোসেন, জবই বিল জীববৈচিত্র সংরক্ষণ ও সমাজ কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক মিজানুরর রহমান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।