সুনামগঞ্জে বাসে ধর্ষন চেষ্টা মামলায় চালক সহকারী আটক
মুরাদ মিয়া, সুনামগঞ্জ প্রতিনিধিঃ সুনামগঞ্জের দিরাইয়ে বাসে কলেজছাত্রীকে ধর্ষণচেষ্টা মামলায় চালকের সহকারী রশিদ আহমদ কে জেলার গোবিন্দগঞ্জ থেকে গ্রেফতার করা হয়েছে। বুরেরগাঁও থেকে রবিবার মধ্যরাতে পিবিআইয়ের একটি বিশেষ অভিযান চালিয়ে তাকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ সুপার মিজানুর রহমান।
শনিবার বিকেলে দিরাই উপজেলার মদনপুর সড়কের সুজানগর এলাকায় বাসে ওই ঘটনা ঘটে। পরে অজ্ঞাতপরিচয় তিন জনকে আসামি করে মামলা করেন মেয়েটির বাবা।
মামলায় বলা হয়, সিলেট থেকে ছেড়ে আসা বাসে সুনামগঞ্জের দিরাই আসছিলেন ওই ছাত্রী। সুজানগর এলাকায় তিনি ছাড়া বাকি যাত্রীরা নেমে গেলে বাস ফাঁকা হয়ে যায়। এ সময় বাসটির চালক ও হেলপার মিলে তাকে উত্ত্যক্ত করতে শুরু করেন। এক পর্যায়ে তারা ওই মেয়েটিকে ধর্ষণের চেষ্টা চালায়।