ঢাকা | ডিসেম্বর ২৫, ২০২৪ - ১২:১৬ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

ডাক্তার রূপম হত্যা মামলায় বর্তমান চেয়ারম্যান মিল্টন কারাগারে

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Thursday, December 31, 2020 - 12:13 am
  • News Editor
  • পঠিত হয়েছে: 247 বার

মোঃ রুবেল মিয়া, স্টাফ রিপোর্টারঃ টাঙ্গাইল মির্জাপুরে পৌরসভার ২নং ওয়ার্ডের ২০১২ সালে বেসরকারি ক্লিনিক যমুনা জেনারেল হাসপাতালের প্রাক্তন ডাক্তার মনিরুল হুদা রূপম হত্যা মামলায় মির্জাপুর উপজেলা আওয়ামী লীগের সদস্য ও বাঁশতৈল ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আতিকুর রহমান মিল্টনের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছে আদালত। গত রবিবার (২৭ ডিসেম্বর) দুপুরে গাজীপুরের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এ নির্দেশ দেন। বর্তমান চেয়ারম্যান মো. আতিকুর রহমান মিল্টন মির্জাপুর উপজেলার বাঁশতৈল ইউনিয়নের পাঁচগাঁও গ্রামের মৃত আফতাব উদ্দিন মাস্টারের ছেলে।

মামলার এজাহার সুত্রে জানা যায়, ২০১২ সালে বেসরকারি ক্লিনিক মির্জাপুর যমুনা জেনারেল হাসপাতালের প্রাক্তন ডা. মনিরুল হুদা রূপমকে গাজীপুরের ভূগড়া এলাকায় পরিকল্পিতভাবে হত্যা করা হয় তাকে। উক্ত হত্যা মামলায় প্রথমে ৬ জনকে আসামী করে গাজীপুরের জয়দেবপুর থানায় মামলা করেন নিহতের পরিবার। পরে ২০১৬ সালে তদন্তপূর্বক আরও ৪ জনকে এ মামলার আসামী করা হয়।

মামলাটি প্রথমে থানা পুলিশ এবং পর্যায়ক্রমে ডিবি পুলিশ, পিবিআই এবং সর্বশেষ সিআইডি পুলিশ তদন্ত করেছে। উক্ত মামলার তদন্তকারী কর্মকর্তার প্রতিবেদন অনুযায়ী অভিযুক্ত না হওয়ায় আদালত ৫ আসামীকে মামলা থেকে অব্যাহতি দেয়।

এ মামলার অপর ৫ আসামীর মধ্যে মিল্টনের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ার জারি হলে সে হাইকোর্ট থেকে জামিনে আসেন। উক্ত জামিনের মেয়াদ অতিবাহিত হওয়ার কারণে আদালতে উপস্থিত (হাজিরা) না হওয়ায় পুনঃরায় গ্রেফতারি পরোয়ানা জারি করে মির্জাপুর থানায় প্রেরণ করেন আদালত। গ্রেফতারি পরোয়ানা জারি করা হলেও পুলিশ তাকে গ্রেফতার করতে সক্ষম হয়নি।

গত রবিবার গাজীপুরের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে আতিকুর রহমান মিল্টন জামিন আবেদন করেন। পরে আদালত জামিন না মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন৷