ঢাকা | ডিসেম্বর ২৫, ২০২৪ - ৮:১১ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

কুলাউড়ায় আমানীপুর পার্কের উদ্বোধন করেন, শফিউল আলম নাদেল

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Saturday, January 2, 2021 - 11:48 am
  • News Editor
  • পঠিত হয়েছে: 86 বার

সেলিম আহমেদ, সিনিয়র করেসপন্ডেন্ট: মৌলভীবাজারের কুলাউড়ার টিলাগাঁও ইউনিয়নের আমানীপুর গ্রামে ‘আমানীপুর পার্ক’ এর উদ্বোধন করা হয়েছে। গতকাল বেলা ১১টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে পার্কের উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক, দৈনিক উত্তরপূর্ব পত্রিকার সম্পাদক ও

প্রকাশক এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক (অর্থ) শফিউল আলম চৌধুরী নাদেল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টিলাগাঁও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সৈয়দ মহিউদ্দিন হোসেন, আমানীপুর পার্কের চেয়ারম্যান সৈয়দ
গিয়াস উদ্দিন হোসেন, হযরত শাহজালাল (রঃ) দরগার খাদেম ছরকুম ফতেহ উল্লাহ আল আমান, সিলেট বিভাগীয় হিসাব নিয়ন্ত্রকের কার্যালয়ের অডিটর মতিউর রহমান খান, হাজীপুর ইউনিয়ন
আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম তালুকদার, ঢাকা উত্তর মহানগর ছাত্রলীগের কর্মসূচি ও পরিকল্পনা সম্পাদক
এসএম লুৎফুর রহমান প্রমুখ। ওইদিন বেলা আড়াইটায় টিলাগাঁও ইউনিয়নের সালন গ্রামে প্রয়াত সাবেক চেয়ারম্যান সত্য রঞ্জন
দেবের বৈষ্ণব সেবা অনুষ্ঠানে যোগ দেন তিনি।

এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন- টিলাগাঁও ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মালিক, সমাজসেবক আব্দুস সালাম চৌধুরী, শিক্ষক বাবুল মিয়া প্রমুখ নেতৃবৃন্দ। বিকেলে উপজেলার বিভিন্ন ইউনিয়নে তিনি প্রধান অতিথি হিসেবে অসহায় ও দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।