ঢাকা | ডিসেম্বর ২৬, ২০২৪ - ১২:৪২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

কুলাউড়ায় শফিউল আলম চৌধুরী নাদেলের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Saturday, January 2, 2021 - 11:54 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 78 বার

সেলিম আহমেদ, সিনিয়র করেসপন্ডেন্ট: দৈনিক উত্তরপূর্ব পত্রিকার সম্পাদক ও প্রকাশক এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক (অর্থ) শফিউল আলম চৌধুরী নাদেল এর উদ্যোগে কুলাউড়া সদর জয়চন্ডি ইউনিয়নে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে শুক্রবার (১ জানুয়ারি) রাতে জয়চন্ডি ইউনিয়নে শীতবস্ত্র বিতরণকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কুলাউড়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি রফিকুল ইসলাম রেনু, জয়চন্ডি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুর রব মাহবুব, সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল, জেলা যুবলীগের সদস্য আবু মোহাম্মদ প্রমুখ। এর আগে কুলাউড়া সদর ইউনিয়নে শীতার্ত মানুষের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতবস্ত্র বিতরণ করেন আওয়ামীলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল। বিশেষ অতিথি ছিলেন- মৌলভীবাজার জেলা যুবলীগের সদস্য আবু মোহাম্মদ, কুলাউড়া উপজেলা যুবলীগের সভাপতি মো. আব্দুস শহীদ, সদর ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি কলা মিয়া, সাধারণ সম্পাদক আব্দুল আজিজ ইউনিয়ন যুবলীগের সভাপতি লোবান আহমদ প্রমুখ। প্রথম ধাপে দুই ইউনিয়নে শীতবস্ত্র হিসেবে দুইশ’ কম্বল বিতরণ করা হয়।