ঢাকা | ডিসেম্বর ২৫, ২০২৪ - ১১:৩১ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

ত্রিশালের কালীর বাজার উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ৬৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Tuesday, January 5, 2021 - 2:10 am
  • News Editor
  • পঠিত হয়েছে: 64 বার

আরিফ রববানী, ময়মনসিংহ :ময়মনসিংহের ত্রিশালে কালীর বাজার উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের (স্কুল ও কলেজ) ৬৫তম প্রতিষ্ঠা বার্ষিকী ব্যাপক ঝাক-জমক, উৎসাহ – উদ্দীপনা মুখর পরিবেশে পালন করা হয়েছে। বিদ্যালয়টির প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে সোমবার দুপুরে বিদ্যালয় মাঠে এক আলোচনা সভা অনুষ্ঠিত হলে সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে কালীর বাজার উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের (স্কুল ও কলেজ) এর বিভিন্ন সাফল্য, গৌরবময় কর্মকাণ্ড তুলে ধরে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড.এ এইচ এম মোস্তাফিজুর রহমান। এসময় তিনি অতীতের ন্যায় সামনের দিনগুলোতেও শিক্ষার গুণগত মানোন্নয়নের মাধ্যমে মেধাবী জাতি গঠনে সকল শিক্ষকদের প্রতি আহবান জানান। 

কালীর বাজার উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের (স্কুল ও কলেজ) এর ভারপ্রাপ্ত অধ্যক্ষ আতিকুল ইসলামের সার্বিক ব্যবস্থাপনায় ও ময়ময়মনসিংহ জেলা আওয়ামিলীগের সাবেক সদস্য,ত্রিশালের মেধাবী রাজনীতিবিদ,বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ফজলে রাব্বীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার (ভারপ্রাপ্ত) কৃষিবিদ ড. হুমায়ুন কবীর।

এ সময় বক্তব্য রাখেন গভর্নিং বডির সদস্য ওমর ফারুক, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট কাঁঠাল ইউনিয়ন শাখার সভাপতি আবুল হোসেন, বীর মুক্তিযোদ্ধা ফেরদৌস আলম, কাঁঠাল ইউনিয়ন যুবলীগের সভাপতি মিজানুর রহমান হেলাল দেওয়ান, প্রভাষক (পদার্থ বিদ্যা) আবু সাইদ প্রমুখ।