ঢাকা | ডিসেম্বর ২৬, ২০২৪ - ১০:২৫ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

মির্জাপুরে পাঁচ ইটভাঁটার মালিককে ৩০ লক্ষ টাকা জরিমানা

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Thursday, January 7, 2021 - 3:20 am
  • News Editor
  • পঠিত হয়েছে: 118 বার

মো. রুবেল মিয়া, স্টাফ রিপোর্টারঃ টাঙ্গাইল মির্জাপুরে পরিবেশ অধিদফতর অভিযান চালিয়ে পাঁচ ইটভাঁটার মালিককে ৩০ লক্ষ টাকা জরিমানা করেছেন নির্বাহী ম্যাজিস্টেট৷ সেই সাথে ৫ ইটভাঁটা গুলোকে এসকেভেটর মেশিন দিয়ে আংশিক গুঁড়িয়ে দেয়া হয় এবং আগামী দশ দিনের মধ্যে ওই ইটভাঁটা গুলোর বন্ধেরও নির্দেশ দেওয়া হয়। 

(০৬)ই জানুয়ারী বুধবার দিনভর উপজেলা সদরের বাইমহাটি, গোড়াই ও পাকুল্যা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

ইটভাঁটা গুলোতে লাইসেন্স ও পরিবেশ অধিদফতরের ছাড়পত্র না থাকায় পরিবেশ অধিদফতর ঢাকা সদর দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজীদ আহমেদ ঐ ৫টি ইটভাঁটার মালিককে ৬ লাখ টাকা করে মোট ৩০ লাখ টাকা জরিমানা করেন। পরে এসকেভেটর মেশিন দিয়ে ভাঁটাগুলোর কিছু অংশ গুঁড়িয়েও দেয়া হয়। এ সময় টাঙ্গাইল পরিবেশ অধিদফতরের উপ পরিচালক মোজাহিদুল ইসলাম উপস্থিত ছিলেন।
যেসব প্রতিষ্ঠানের মালিকের কাছ থেকে জরিমানা আদায় করা হয়েছে তারা হলেন, মেসার্স ভাই ভাই বিক্সসের মালিক শহীদুল ইসলাম, দিশা-আশা বিক্সসের মালিক শাহ আলম, হাকিম বিক্সসের মালিক আওলাদ হোসেন, সিক্স ব্রাদার্স বিক্সসের মালিক মাজিবুর রহমান ও স্টার স্টাইলের মালিক সুলতান মিয়া।

টাঙ্গাইল পরিবেশ অধিদফতরের উপ পরিচালক মোজাহিদুল ইসলাম জানান, মির্জাপুর উপজেলায় এরকম প্রায় ২৯টি অবৈধ ইটভাটা রয়েছে। আগামী দশ দিনের মধ্যে তা বন্ধের নির্দেশ দেয়া হয়েছে। দেশ ও জনগণের স্বার্থে এ ধরনের অভিযান অব্যহত থাকবে বলে তিনি জানিয়েছেন।